অতীত ভোলেননি বিজয়
বাণিজ্যিক সিনেমা থেকে শৈল্পিক ঘরানা—সব ধরনের সিনেমায় দেখা যায় তাঁকে। আগে কেবল দক্ষিণি সিনেমা করলেও ‘ফরজি’, ‘জওয়ান’-এর মতো হিন্দি সিরিজ ও সিনেমা করে ভারতজুড়ে পরিচিতি পেয়েছেন বিজয় সেতুপতি।
গত শুক্রবার মুক্তি পেয়েছে বিজয়ের নতুন সিনেমা ‘মহারাজা’। ছবির প্রচারে এক সাক্ষাৎকারে নিজের অতীত নিয়ে অনেক কথাই বলেছেন এই অভিনেতা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এখন খ্যাতি উপভোগ করছেন ঠিকই, কিন্তু মাঝেমধ্যেই নিজের হারিয়ে যাওয়া সত্তার কথা মনে পড়ে তাঁর। অতীতের কোন মানুষকে আজও সবচেয়ে বেশি মনে পড়ে?
উত্তরে বিজয় বলেন, ‘আমার নিজের কথাই সবচেয়ে বেশি মনে পড়ে। একটা খুব সহজ-সরল ছেলে ছিল। তার কোনো স্বপ্ন ছিল না। সে নিজেও জানত না, জীবনে সে কী করতে চায়। কলেজে প্রথম বর্ষে পড়ার সময়ে এটাও জানত না সে দ্বিতীয় বর্ষে কী পড়াশোনা করবে। বন্ধুরা বলে দিত সব।’
নিজের সম্পর্কে বিজয় আরও বলেন, ‘আমি খেলাধুলা, পড়াশোনা—কোনোটাই ভালো পারতাম না। কলেজে কোনো মেয়ের সঙ্গে কথা বলতাম না। খুব লাজুক ছিলাম। তবু মনে মনে এই ছেলে ভাবত, তাকে বড় কিছু হয়ে উঠতে হবে। কিন্তু কীভাবে বড় হতে হয়, তা জানা ছিল না তার।’
একসময় দারিদ্র্যের মধ্যে কেটেছে বিজয়ের। তাই খুব বড় স্বপ্ন না থাকলেও দারিদ্র্য থেকে বেরোতে চাইতেন তিনি। অভিনয়ে পা রাখার আগে একটি চাকরি পেয়েছিলেন তিনি। কিন্তু আশানুরূপ বেতন না থাকায় পরিবারকে সেভাবে সাহায্য করতে পারেননি। পরে মধ্যপ্রাচ্যেও কাজ করতে গিয়েছিলেন। কিন্তু অভিনয়ে আসার পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।