বলিউড পরিচালক রাজকুমার সন্তোষীর দুই বছরের কারাদণ্ড

রাজকুমার সন্তোষীএএনআই

চেক প্রতারণার মামলায় জনপ্রিয় নির্মাতা রাজকুমার সন্তোষীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের গুজরাটের জামনগরের আদালত। গতকাল কোটি টাকার চেক বাউন্সের মামলায় এ শাস্তি পেলেন ‘আন্দাজ আপনা আপনা’ পরিচালক।
শিল্পপতি অশোক লালের অভিযোগের ভিত্তিতে মামলা হয় সন্তোষীর বিরুদ্ধে।

আরও পড়ুন

আদালতকে অশোক লাল জানান, সন্তোষীর থেকে ১০ লাখ রুপি মূল্যের ১০টি চেক পেয়েছিলেন তিনি, যার অর্থমূল্য ১ কোটি রুপি। কিন্তু ১০টি চেকই বাউন্স করে। সে অভিযোগ প্রমাণিত হওয়ার জেরে শাস্তি পেলেন রণবীর-ক্যাটরিনার ‘আজব প্রেম কি গজব কাহানি’র পরিচালক।

শনিবার অশোক লালের কৌঁসুলি পীয়ূষ ভোজানি সংবাদ সংস্থা এএনআইকে এ খবর নিশ্চিত করেছেন। আইনজীবী জানান, রাজকুমার সন্তোষীর ছবিতে এক কোটি রুপি বিনিয়োগ করেছিলেন তাঁর মক্কেল। সেই টাকা ফেরত দেওয়ার নামে ভুয়া চেক দেন পরিচালক। রাজকুমার সন্তোষীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন অশোক লাল। এরপরই উপায় না পেয়ে আইনের দ্বারস্থ হন শিল্পপতি।

শনিবার আদালত সন্তোষীকে অশোক লালকে দ্বিগুণ অর্থ, অর্থাৎ দুই কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন এবং দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।
কিছুদিন আগেই ‘লাহোর ১৯৪৭’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সন্তোষী। তিনি জানিয়েছিলেন, এ ছবিতে সানি দেওলের সঙ্গে দেখা যাবে প্রীতি জিনতাকে।

‘ঘায়েল’, ‘দামিনী’ ও ‘ঘটক’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন সানি দেওল ও রাজকুমার সন্তোষী। ১১ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হয়েছে আমির খানের প্রযোজনায় তৈরি এই ছবির।

আদালতের রায়ের পর পরিচালকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।