বারবার প্রেম আর বিতর্কে জড়িয়েছেন তিনি
শুরুটা ছিল আশাজাগানিয়া কিন্তু নানা বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত তাঁর ক্যারিয়ার খুব বেশি দূর এগোয়নি। ১৯৭৭ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব পেয়েছিলেন। অভিনয় করেছেন ৮০টির বেশি চলচ্চিত্রে। এই অভিনেত্রী আর কেউ নন, পুনম ধীলন। আজ ১৮ এপ্রিল এই বলিউড অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে হিন্দুস্তান টাইমস, এনডিটিভি অবলম্বনে জেনে নেওয়া যাক পুনম সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য।
পুনমের জন্ম কানপুরে হলেও তাঁর বেড়ে ওঠা চণ্ডীগড়ে। পুনমের বাবা সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার পদে কাজ করতেন। মা ছিলেন স্কুলের অধ্যক্ষ। দুই ভাইবোনসহ চণ্ডীগড়েই থাকতেন পুনম। তিন ভাইবোনই পড়াশোনায় তুখোড় ছিলেন। তবে পুনম অভিনয়ে নামেন। ১৯৭৮ সালে যশ চোপড়া পরিচালিত ‘ত্রিশূল’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন পুনম। প্রথম ছবিতেই তিনি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, শশী কাপুর, সঞ্জীব কুমার, হেমা মালিনীর মতো তারকাদের সঙ্গে।
১৯৭৯ সালে চলচ্চিত্র ‘নুরি’র জন্য পুনমকে মনে রেখেছেন অনেক দর্শক। রাজেশ খান্নার সঙ্গে করা ছয়টি চলচ্চিত্র ‘রেড রোজ’, ‘দার্দ’, ‘নিশান’, ‘জামানা’, ‘আওয়াম’, ‘শিব শংকর’ উল্লেখযোগ্য। এ ছাড়া আছে অন্য অভিনেতাদের সঙ্গে করা ‘ইয়ে ওয়াদা রাহা’, ‘রোমান্স’, ‘সোনি মাহিওয়াল’, ‘তেরি ম্যাহেরবানিয়া’, ‘ছামুন্দার’, ‘ছাভেরেওয়ালি গাড়ি’, ‘কার্মা’, ‘নাম’, ‘মালামাল’ ইত্যাদি।
অভিনয়ে নাম কুড়ালেও তাঁর ব্যক্তিগত জীবন বারবার উঠে এসেছে আলোচনায়। যশ চোপড়ার সঙ্গে কাজের সময় সহকারী পরিচালক রমেশ তলওয়ারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পুনম। প্রথমে শুধু ‘ভালো বন্ধুত্ব’ থাকলেও পরে দুজনের সম্পর্ক অন্যদিকে মোড় নেয়। পুনম ঠিক করেন, এবার মুম্বাইয়ে থাকবেন কাজের সুবিধার জন্য। শোনা যায়, তাঁকে মুম্বাইয়ে ফ্ল্যাট কিনে দিয়েছিলেন রমেশ।
তবে পুনমের দিক থেকে এই সম্পর্কে সায় ছিল না। রমেশের দুর্বলতা বুঝতে পেরে তিনি ধীরে ধীরে সরে আসেন। যশ চোপড়ার সঙ্গেও তাঁকে নিয়ে গুঞ্জন শোনা যায়। কিন্তু পুনম এই রটনা অস্বীকার করে এসেছেন বরাবর।
আর এক পরিচালককে নিজেই বিয়ে করতে চেয়েছিলেন পুনম। তিনি রাজ সিপ্পি। কিন্তু তখন রাজ বিবাহিত। তিনি পুনমের জন্য সংসার ভাঙতে রাজি ছিলেন না। পুনমও তাঁর জীবনে ‘দ্বিতীয় নারী’ হয়ে থাকতে চাননি। ১৯৮৮ সাল পুনমের জীবনে ঘটনাবহুল। ওই বছর তাঁর রাজ সিপ্পির সঙ্গে বিচ্ছেদ হয়। আবার ওই বছরই বাবাকে হারান অভিনেত্রী। শোকবিধ্বস্ত পুনমের সঙ্গে এই সময় আলাপ হয় প্রযোজক অশোক থাকেরিয়ার। দুর্বল সময়ে সম্পর্ক গাঢ় হতে সময় লাগেনি।
১৯৮৮ সালেই বিয়ে করেন অশোক-পুনম। তবে এ বিয়ের সিদ্ধান্ত নিয়ে সন্দিহান ছিলেন পুনমের ঘনিষ্ঠ মহল। তাঁদের ধারণা ছিল, পুনম খুব তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পরে তাঁদের ধারণা ঠিক বলে প্রমাণিত হয়েছিল। পুনমের দাম্পত্য সুখের হয়নি। বিয়ের পরে কাজ থেকে বিরতি নেন পুনম। সময় দেন তাঁর মেয়ে পালোমা ও ছেলে আনমোলকে। কিন্তু বেশি দিন ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকতে তাঁর ভালো লাগেনি।
ছবির সংখ্যা কমলেও নব্বইয়ের দশকে কাজে ফিরে আসেন পুনম। এই পর্বে তাঁর উল্লেখযোগ্য ছবি ১৯৯৭ সালে ‘জুদাই’। অভিনয় করেছিলেন একটি অতিথি চরিত্রে। ১৯৯৭ সালে তাঁর সংসার ভেঙে যায়।
২০০৪ সালে পুনম যোগ দেন রাজনীতিতে। এ ছাড়া মেকআপ ভ্যানের ব্যবসাও আছে। পুনমকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২২ সালে ‘প্ল্যান এ প্ল্যান বি’ ছবিতে