কিয়ারার নতুন অভিজ্ঞতা

কিয়ারা আদভানিফেসবুক থেকে

কন্নড় সুপারস্টার যশের আগামী ছবি ‘টক্সিক’ ঘিরে দর্শকের কৌতূহল তুঙ্গে। এই ছবিতে যশের নায়িকা হিসেবে দেখা যাবে বলিউড রূপসী কিয়ারা আদভানিকে। কিয়ারা এই প্রথম দ্বিভাষী ছবির শুটিং করছেন।

বেঙ্গালুরুতে জোর কদমে ‘টক্সিক’ ছবির শুটিং চলছে। এদিকে এই ছবির মাধ্যমে কিয়ারা কন্নড় ছায়াছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন। কিয়ারাও এখন ‘টক্সিক’ ছবির শুটিংয়ের জন্য বেঙ্গালুরুতে আছেন। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক গীতা মোহনদাস ‘টক্সিক’ ছবির পরিচালনার দায়িত্বে আছেন।

এই হাই-অকটেন অ্যাকশন গ্যাংস্টার ড্রামা ছবিতে যশকে একদম অন্য রূপে দেখা যাবে। জানা গেছে, ‘কেজিএফ’-এর মতো এই ছবিতেও যশ এক নতুন স্টাইল স্টেটমেন্ট নিয়ে আসবেন। ‘টক্সিক’ ইংরেজি এবং কন্নড় একসঙ্গে দুটি ভাষায় শুট করা হচ্ছে।

‘গেম চেঞ্চার’ ছবিতে কিয়ারা আদভানি। ইনস্টাগ্রাম থেকে

কিয়ারা ‘টক্সিক’ ছবিতে ইংরেজি ও কন্নড়—এই দুই ভাষায় নিজের সংলাপ বলবেন।

আরও পড়ুন

কিয়ারা তাঁর ফিল্মি ক্যারিয়ারে এই প্রথম এমন কাজ করতে চলেছেন। আর তাই এটা যে কিয়ারার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

কিয়ারাকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘গেম চেঞ্জার’ ছবিতে। এই ছবিতে তিনি দক্ষিণি তারকা রাম চরণের সঙ্গে জুটি বেঁধে এসেছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে পুরোপুরি ব্যর্থ। তাই এখন দেখার যে ‘টক্সিক’ কিয়ারার ভাগ্যের চাকা কতটা ঘোরাতে পারে। এ বছরই ‘টক্সিক’ ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে। কিয়ারা অভিনীত ‘ওয়ার ২’ ছবিটি এ বছর মুক্তির অপেক্ষায় আছে। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন হৃতিক রোশন আর জুনিয়র এনটিআর।