নায়িকা থেকে গায়িকা
গত বছরই পড়েছেন সাত পাকে বাঁধা, বিয়ে করেছেন আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডাকে। পেতেছেন সুখের সংসার। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার কর্মজীবন মুম্বাইয়ে, কিন্তু শ্বশুরবাড়ি দিল্লিতে। তাই দুই শহরেই তাঁর নিত্য যাতায়াত। মুম্বাই থেকে দিল্লি, দুই শহরের মধ্যে নিজের জীবন সামলাতে গিয়ে তুমুল ব্যস্ত অভিনেত্রী। তবে এত ব্যস্ততার মধ্যেও ‘নতুন শুরু’ করেছেন পরিণীতি। গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি।
পরিণীতি যে গাইতে পারেন, এ তথ্য অনেকরই জানা। তবে এবার রীতিমতো আটঘাট বেঁধে নেমেছেন অভিনেত্রী। নতুন বছরে নতুন চমক নিয়ে এসেছেন ভক্ত-অনুসারীদের জন্য। অভিনয়ের পাশাপাশি আপাতত কণ্ঠের জাদুতে মাতাতে চান দর্শকদের।
মাইক্রোফোন হাতে একেবারে পেশাদার শিল্পীদের মতো মঞ্চে উঠেছেন পরিণীতি চোপড়া। ২৮ জানুয়ারি মুম্বাইয়ে ছিল তাঁর প্রথম শো। কালো হাইনেক টপের ওপর বড় নেকলেস, সঙ্গে শর্ট স্কার্ট, কালো ব্লেজার, বাঁধা চুল আর হাতে মাইক্রোফোনে রীতিমতো গায়িকার বেশে মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী।
জীবনের প্রথম লাইভ শো, স্বাভাবিকভাবেই অসম্ভব চাপ অনুভব করছিলেন নতুন গায়িকা। নিজেই বলছিলেন উদ্বেগের কথা। যদিও স্বামী রাঘব সব সময়ই পাশে আছেন। পরিণীতির বিশেষ দিনে ফোন আসে রাঘবের। স্ত্রীর হালহকিকত জানতে চান স্বামী। স্টেজের ছবি রাঘবকে দেখান পরিণীতি। তখনই রাঘব বলেছেন, মঞ্চ তৈরি, শুভেচ্ছা জানান স্ত্রীকে।
এরপরই শুরু হয় পরিণীতির গানের জাদু। ‘মানা কি হাম ইয়ার নেহি’, ‘আজ জানে কি জিদ না কারো’সহ কয়েকটি গান পরিবেশন করেন তিনি। পরে অনুষ্ঠানের কিছু ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পরিণীতি। পোস্টে তিনি লিখেছেন, ‘শেষ পর্যন্ত এটা করে ফেললাম। আমার চোখে এখন আনন্দাশ্রু। আমার প্রথম লাইভ গানের পারফরম্যান্স, এটা ছিল সেই সবকিছু, যা আমি চাই এবং আরও অনেক কিছু। আপনাদের সবার ভালোবাসা ও উদারতার জন্য ধন্যবাদ। এটা আমার জন্য অনেক কিছু।’
ছোট থেকেই গানের তালিম পেয়েছেন পরিণীতি। তাঁর গলাও যে সুরেলা, সেই প্রমাণও মিলেছে, ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমাতে। সেখানে গায়িকার চরিত্রে অভিনয় করেন, প্লেব্যাকও করেন। এরপর গেয়েছেন ‘কেশরী’ ছবির গান ‘তেরি মিট্টি’। তিনি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর ‘মতলবি ইয়ারিয়ান’ ও ‘পিয়া’ গানেও কণ্ঠ দিয়েছেন।
এমনকি নিজের বিয়েতে স্বামী রাঘবের জন্য একটি গানও রেকর্ড করেন পরিণীতি। বিয়ের দিন যখন পরিণীতি রাঘবের দিকে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় গানটি বাজছিল। মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে নিজের গানের ভিডিও পোস্ট করেও বেশ প্রশংসিত অভিনেত্রী।
খুব দ্রুতই আসতে যাচ্ছে পরিণীতির প্রথম অ্যালবাম। কয়েক দিন আগেই পরিণীতি জানিয়েছিলেন, প্রথম অ্যালবামের কাজও এর মধ্যেই শুরু হয়ে গেছে। সামাজিক মাধ্যমে নিজের স্টুডিওর ছবি পোস্ট করে পরিণীতি লিখেছেন, ‘গান আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা। বহু গায়ককে মঞ্চে পারফর্ম করতে দেখেছি। এবার আমিও সেই জগতে পা রাখতে চলেছি। জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছি।’
২০১১ সালে অভিনয় শুরু করেন পরিণীতি চোপড়া। তবে ২০১২ সালে ‘ইশকজাদে’র পর পান তুমুল জনপ্রিয়তা। এরপর তাঁকে ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘হাসি তো ফাঁসি’, ‘গোলমাল অ্যাগেইন’, ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’-এর মতো ছবিতে দেখা গেছে।