আল্লুর পারিশ্রমিক ৩০০ কোটি, তার চেয়েও এগিয়ে আছেন একজন...
আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি বক্স অফিসে যেন সুনামি এনেছে। ছবিটি মুক্তির মাত্র সাত দিনের মাথায় হাজার কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। শোনা যাচ্ছে, এই প্যান–ইন্ডিয়া ছবির জন্য আল্লু অর্জুন ৩০০ কোটি পারিশ্রমিক নিয়েছেন। তবে পারিশ্রমিকের দিক থেকে আল্লুর চেয়ে এগিয়ে আছেন এই বলিউড তারকা।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ সবচেয়ে দ্রুত হাজার কোটি আয়কারী ছবি হিসেবে শীর্ষে উঠে এসেছে। এই ছবির পর আল্লু অর্জুনের স্টারডম আরও অনেক বেড়ে গেছে। এর পাশাপাশি আল্লুর ব্যাংক ব্যালান্স আরও বেড়ে গেছে। জানা গেছে, ‘পুষ্পা ২’ ছবির জন্য এই দক্ষিণি সুপারস্টার পারিশ্রমিক ও মুনাফার অংশ মিলিয়ে ৩০০ কোটি নিয়েছেন। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, আল্লু অর্জুন এত বেশি আয় করেও তিনি সবচেয়ে আয়কারী অভিনেতা হতে পারেননি।
‘হলিউড রিপোর্টার ইন্ডিয়া’ ভারতের সবচেয়ে আয়কারী অভিনেতাদের এক তালিকা প্রকাশ করেছেন। এই তালিকা অনুযায়ী, সবার শীর্ষে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ‘হলিউড রিপোর্টার ইন্ডিয়া’র রিপোর্ট অনুসারে, ‘পাঠান’ ছবির জন্য শাহরুখ খানের মুনাফার অংশ ছিল ৫৫ শতাংশ। সব মিলিয়ে তাঁর পারিশ্রমিক ৩৫০ কোটি ছাড়িয়ে গিয়েছিল। এভাবেই শাহরুখ খান সবচেয়ে আয়কারী অভিনেতা হিসেবে শীর্ষে উঠে এসেছেন। ২০২৩ সালে তাঁর অভিনীত ছবি ‘জওয়ান’ ব্লকবাস্টার ছিল। এই ছবি থেকে তিনি প্রযোজক হিসেবে সম্পূর্ণ আয় করেছেন।
‘হলিউড রিপোর্টার ইন্ডিয়া’র প্রকাশিত তালিকায় অন্য তারকাদের আয়ের কথাও বলা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী জানা গেছে, বলিউড সুপারস্টার সালমান খান তাঁর সব ছবির স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব থেকে একটা অংশ নেন। আর এভাবে তিনি একটা ছবি থেকে প্রায় ২০০ কোটি আয় করেন। আর বলিউডের আরেক সুপারস্টার আমির খান তাঁর ছবি থেকে ৬০ শতাংশ লাভের অংশ নেন।
বলিউড তারকা হৃতিক রোশন তাঁর প্রতি ছবি থেকে ১০০ কোটি আয় করেন। এদিকে বিটাউনের তিন সুপারস্টার অক্ষয় কুমার, অজয় দেবগন ও রণবীর কাপুর ৭০ থেকে ৮০ কোটি রুপি পারিশ্রমিক নেন। দক্ষিণি তারকাদের মধ্যে রজনীকান্ত, প্রভাস, রাম চরণ ছবিপিছু ১০০ কোটি ফি নেন। তবে রজনীকান্ত ও থলাপতি বিজয় এখন ২০০ কোটির বেশি পারিশ্রমিক নিচ্ছেন।