কুকুর নিয়ে ঝগড়া, প্রতিশোধ নিতে মাদক দিয়ে ফাঁসানো হয় সেই অভিনেত্রীকে

কৃষাণ পেরেরা
ইনস্টাগ্রাম

বোনের সঙ্গে ঝগড়ার সূত্র ধরে মাদক মামলায় ফাঁসানো হয় বলিউড অভিনেত্রী কৃষাণ পেরেরাকে। প্রায় এক মাস মাদক মামলায় কৃষাণ সংযুক্ত আরব আমিরাতের শারজায় কারাবাসের পর প্রকাশ্যে এল এ ঘটনা। জানা গেল, তাঁকে ফাঁসাতেই পরিকল্পনা এঁটেছিলেন মুম্বাইয়ের বাসিন্দা অ্যান্টনি পল। প্রাথমিক তদন্ত শেষে মুম্বাই পুলিশ এমনটাই জানিয়েছে। খবর এনডিটিভির

ঘটনার সূত্রপাত বছর কয়েক আগে, কোভিড মহামারির সময়। একই ভবনে থাকতেন কৃষাণ পেরেরার মা প্রমীলা পেরেরা ও অ্যান্টনি পলের বোন। একবার অ্যান্টনি পলের বোনের সঙ্গে পোষা কুকুর নিয়ে ঝগড়া হয় কৃষাণের মা প্রমীলার। এরপরই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন অ্যান্টনি। মাদক দিয়ে ফাঁসিয়ে দেন প্রমীলার মেয়ে ‘সড়ক টু’ অভিনেত্রী কৃষাণকে। এই মাদক মামলায় এক মাস সংযুক্ত আরব আমিরাতের শারজায় আটক ছিলেন ভারতীয় এই অভিনেত্রী।

সব ঘটনা সামনে আসার পর গতকাল শারজার জেল থেকে মুক্তি পান কৃষাণ। প্রায় এক মাস আগে প্রতারণার ফাঁদে পড়ে তিনি ফেঁসেছিলেন মাদক মামলায়। শারজা বিমানবন্দর থেকে আটক হয়েছিলেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী। দুই দিনের মধ্যে ভারতে ফিরে আসবেন কৃষাণ।

অভিনেত্রী কৃষাণ
ইনস্টাগ্রাম
আরও পড়ুন

বোনের সঙ্গে ঝগড়ার প্রতিশোধ নিতেই একটি বেকারির মালিক অ্যান্টনি পল প্রমীলার মেয়ে কৃষাণকে ফাঁসানোর পরিকল্পনা করেন। তাঁকে সহযোগিতা করেন একটি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রবি বোভাতে। রবি প্রযোজক সেজে হলিউডের একটি ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেন কৃষাণকে। শর্ত ছিল, অডিশন দিতে যেতে হবে আরব আমিরাতে। প্রস্তাবে রাজি হলে মুম্বাই থেকে শারজার বিমানের টিকিটও কেটে দেন রবি বোভাতে।

এরপর কৃষাণকে একটি ট্রফি দেওয়া হয় আরব আমিরাতে নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যেই মাদক রেখে দিয়েছিলেন রবি। কিন্তু তা বুঝতে পারেননি অভিনেত্রী। শারজাহ বিমানবন্দরে ফোন করে মাদক বহনের তথ্যও দিয়ে দেন রবি। এপ্রিলের ১ তারিখ শারজাহ বিমানবন্দরে নামলেই কৃষাণকে আটক করা হয়।

হলিউডে অভিনয়ের ‘প্রস্তাব’ পেয়ে প্রস্তাবে রাজি হয়ে যান কৃষাণ
ইনস্টাগ্রাম

মুম্বাই পুলিশ প্রাথমিক তদন্তের প্রতিবেদন শারজায় পুলিশকে পাঠালে কৃষাণকে ছেড়ে দেয় শারজা পুলিশ। জেল থেকে ছাড়া পেয়েই ভিডিও কলে মা প্রমীলার সঙ্গে কথা বলেন অভিনেত্রী। মাকে দেখেই কেঁদে ফেলেন তিনি। আগামী দুই দিনের মধ্যে ভারতে ফিরবেন এই অভিনেত্রী।