একটি টি-শার্টের দাম ৩০ হাজার টাকা! এবার পোশাক ব্যবসায়ী আরিয়ানকে নিয়ে ট্রল

বাবার সঙ্গে ছবি শেয়ার করেছেন আরিয়ানইনস্টাগ্রাম

ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন, শাহরুখপুত্র আরিয়ান পোশাকের ব্যবসা শুরু করেছেন। গত সপ্তাহে আরিয়ান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোশাকের ব্র্যান্ডটির একটি ছোট ভিডিও শেয়ার করেন। ‘ডিয়াভল’ নামক সেই পোশাক ব্র্যান্ডের টিজারে ব্ল্যাকবোর্ডে শাহরুখের হাত দেখা যায়, যা ‘টাইমলেস’ কথাটা কেটে দিচ্ছে। এরপর তাঁর হাত থেকে রংমাখা একটি ব্রাশ পড়ে যায় মেঝেতে, যা তিনি তুলে নেন। তারপর আসে মুখের খানিকটা অংশ। আরও একটি লেখায় দেখা যায়, ‘পুরো ভিডিও আসবে...। বাকি মাত্র ২৪ ঘণ্টা।’ শাহরুখ খানও তাঁর ইনস্টাগ্রামে একটি টিজার প্রকাশ করেন। তাঁর ভিডিওটি শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। পরদিন পুরোদমে যাত্রা শুরু করে আরিয়ানের ‘ডিয়াভল’, চালু হয় ওয়েবসাইট।

তবে আরিয়ানের আর সেই ব্র্যান্ডের ওয়েবসাইট চালু হতে না হতেই মাথায় হাত নেটিজেনদের। দাম দেখে নেটিজেনদের একাংশ ট্রল শুরু করে আরিয়ান ও শাহরুখকে নিয়ে। এমনিতে ওয়েবসাইটটি চালু হওয়ার পরেই ক্রাশ করে। অনেক গ্রাহক একসঙ্গে ওয়েবসাইটটিতে সার্চের চেষ্টা করতেই শুরু হয় ঝামেলা। একসময় নিজেরাই ব্র্যান্ডটি টুইটারে একটি স্ট্যাটাস আপডেট করে লেখে, ‘আমরা খুব বেশি পরিমাণে ট্রাফিক এবং চেকআউটের সম্মুখীন হচ্ছি। অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন।’ পরে তারা ঘোষণা করে যে সাইটটি আবার লাইভ হয়েছে এবং ব্যবহারকারীরা সাইটটি সহজেই ঢুকতে পারবেন।

ছোট ভাই– বোনের সঙ্গে আরিয়ান
ইনস্টাগ্রাম

তবে সাইট স্বাভাবিক হওয়ার পর নতুন সমস্যা দেখা দেয়। পোশাকের দাম দেখেই যেন ক্রেতাদের মাথায় হাত, সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ট্রল। অনেকেই দাম দেখে বিস্ময় প্রকাশ করেন। মন্তব্যের ঘরে যে যার মতো করে লিখতে থাকে।

একজন তো এমনও লিখেছেন, ‘খান সাহেব, আমি আমার একটি কিডনি বিক্রি করলেও একটা টি-শার্ট কিনতে পারব না।’ আরেকজন লিখলেন, ‘দাম দেখতে এসেছিলাম। দাম দেখা হয়ে গেছে। চলে যাচ্ছি।’ আরেকজন লিখেছেন, ‘এসব পাগলামি। এত দাম দিয়ে পোশাক কেনে কারা, আমি তাদের দেখতে চাই।’ এমনও লিখেছেন একজন, ‘টি-শার্ট ২৪ হাজার, জ্যাকেট ২ লাখ! এসবের কী মানে!’
আরিয়ানের ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে পোশাকের ছবি নিয়ে অন্য সাইটেও স্ক্রিনশট শেয়ার করে নানা মন্তব্য করছেন অনেকে। একটা ছবিতে দেখা যাচ্ছে, একটি সাদা টি-শার্ট, দাম ২৪ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার টাকা। আরেকটি কালো হুডির দাম ছিল ৪৫ হাজার ৫০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকা। একটি লেদার জ্যাকেটের দাম ২ লাখের বেশি। এসব ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘এসব কী হচ্ছে? কে এসব পোশাকের দাম নির্ধারণ করেছে, তার সঙ্গে কথা বলতে চাই।’

প্রসঙ্গত, তারকাপুত্র আরিয়ান ২০২১ সালে আলোচনায় আসেন মাদক মামলায় জড়িয়ে। সে সময় এক মাস জেলও খাটেন আরিয়ান খান। একসময় মাদক মামলা থেকে রেহাই পান তিনি। যথাযথ প্রমাণের অভাবে তাঁকে বেকসুর খালাস ঘোষণা করে এনসিবি। সে সময় তিনি নিজেকে গৃহবন্দী করে রেখেছিলেন বেশ কিছু মাস। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজের অ্যাকাউন্টও সরিয়ে ফেলেন সাময়িকভাবে। তবে আরিয়ান সেই ধাক্কা কাটিয়ে উঠেছেন।

মাসখানেক আগে একটি স্ক্রিপ্টের ছবি শেয়ার করে আরিয়ান লিখেছিলেন, ‘“অ্যাকশন” বলার জন্য আর অপেক্ষা করতে পারছি না...।’

আরিয়ান গত বছর বোন সুহানার সঙ্গে অংশ নিয়েছিলেন আইপিএলের নিলামে। একসময় বলিউডে কাজ শুরুরও খবর দেন। তবে বাবা বা বোন সুহানার মতো ক্যামেরার সামনে নয়, আরিয়ান কাজ করবেন পরিচালক হিসেবে। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের জন্যই সিনেমা বানাবেন তিনি, যা প্রযোজনা করবে শাহরুখ-গৌরীর রেড চিলিস প্রোডাকশন। মাসখানেক আগে একটি স্ক্রিপ্টের ছবি শেয়ার করে আরিয়ান লিখেছিলেন, ‘“অ্যাকশন” বলার জন্য আর অপেক্ষা করতে পারছি না...।’