এমন তারাকে আগে দেখেনি কেউ
বড় পর্দায় তাঁর অভিষেক হয়েছিল বছর চারেক আগে। এরপর হাতে গোনা কয়েকটি ছবিতে দেখা গেছে তারা সুতারিয়াকে। তবে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অপূর্বা‘ ছবির পর সু–অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পাচ্ছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবিকে ঘিরে নানা কথা ব্যক্ত করেছেন তিনি।
ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি-হটস্টারে মুক্তি পাওয়া ‘অপূর্বা’ ছবির হাত ধরে খ্যাতির তুঙ্গে তারা।
এই ছবিতে তিনি গ্ল্যামার ইমেজের বাইরে সম্পূর্ণ অন্য এক রূপে ধরা দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা কথা বলেন নতুনভাবে হাজির হওয়া প্রসঙ্গে।
তিনি বলেন, ‘এই ছবির গল্প বেশ গভীর। আমরা সব অভিনেতাই নিজেদের অভিনীত চরিত্রের মাধ্যমে চরিত্রগুলোর বিভিন্ন স্তর মেলে ধরেছি। একজন অভিনেতা হিসেবে এ ছবি আমার জন্য আরও বেশি রোমাঞ্চকর ছিল, কারণ আগে কখনো এ ধরনের ছবিতে কাজ করিনি।
কেবল নায়কের পাশে সেজেগুজে দাঁড়ানো নয়, আগামী দিনে এ রকম আরও চরিত্রে অভিনয় করতে চাই। নায়িকাদের একইভাবে পর্দায় হাজির করা সেকেলে বিষয়। আমি অত্যন্ত গর্বিত, এই ছবিতে প্রথমবার আমার নিজের ভেতরের নায়ককে খুঁজে পেয়েছি।’
সিনেমাটি দেখার পর নিজের অনুভূতির কথাও জানিয়েছেন তারা। একই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছবিটা দেখার সময় আমি গর্ব অনুভব করি। একই সঙ্গে চাপ নেমে গেলে যেমন হয়, তেমন অনুভূতিও হয়েছিল; যা আগে কখনো হয়নি। এই ছবির পর আমার জন্য শুধু নয়, আরও অনেকের জন্য এক নতুন দরজা খুলে যাবে।’
সিনেমাটি মুক্তির পর প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘সবার ভালোবাসা আর প্রশংসা পাচ্ছি। তবে আমি এর জন্য পরিচালক নিখিল (নাগেশ ভাট) স্যারের কাছে কৃতজ্ঞ। তিনি আমার অভিনীত চরিত্র নিয়ে প্রথম দিন থেকেই সবিস্তার আলোচনা করতেন।’
এদিকে ১৯ নভেম্বর ২৮–এ পা দিয়েছেন তারা। এদিন তিনি যমজ বোন পিয়া সুতারিয়ার সঙ্গে জন্মদিন উদযাপন করেন। কেক কাটাসহ জন্মদিন পালনের ছবি ভাগ করে নেন সামাজিক যোগাযোগমাধ্যমে।