আজ সবিতার জন্মদিন...

দক্ষিণ ভারতের মেয়ে হলেও সিনেমায় অভিষেক হয় হিন্দিতে, অনুরাগ কাশ্যপের হাত ধরে। হিন্দি ভাষা রপ্ত করতে তাই দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে সবিতা ধুলিপালাকে। ‘রমন রাঘব ২.০’-এর পর সবিতাকে দেখা গেছে তেলেগু, তামিল ও মালয়ালম সিনেমাও। হালের এই ব্যস্ত অভিনেত্রীর জন্মদিন। এ দিনে রইল তাঁর কিছু ছবি ও তথ্য
১ / ১০
২০১৬ সালে অনুরাগ কাশ্যপের ‘রমন রাঘব ২.০’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর
ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
মডেল ও অভিনেত্রী সবিতা ২০১৩ সালে মিস ইন্ডিয়া আর্থ খেতাব জেতেন। তখন থেকেই মডেল হিসেবে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
হিন্দি সিনেমার পাশাপাশি মালয়ালম, তামিল ও তেলেগু সিনেমায়ও কাজ করেছেন সবিতা
ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সবিতা জানান, অ্যাকশন সিনেমা করতে চান তিনি। এর জন্য নিজেকে প্রস্তুত করছেন ৩২ বছর বয়সী এই নায়িকা
ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
আট বছরের ক্যারিয়ারে অ্যামাজন প্রাইমের ‘মেড ইন হেভেন’, ‘কুরুপ’, ‘পোন্নিইন সেলভান’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা ও সিরিজে পাওয়া গেছে সবিতাকে
ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
নিজের ক্যারিয়ার নিয়ে সবিতা বলেন, ‘রং দে বসন্তি’, ‘মঙ্গল পান্ডে: দ্য রাইজিং’-এর মতো সিনেমা দেখে বড় হয়েছি। তবে অভিনয়ের সিদ্ধান্ত কলেজে পড়ার সময়। এরপর একটি প্রতিযোগিতায় অংশ নেওয়া, সেখান থেকে এ পর্যন্ত আসা—সব মিলিয়ে দীর্ঘ এক যাত্রা
ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
স্কুল ও কলেজে পড়ার সময় সবিতা নানা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে এসব কার্যক্রমের মধ্যে অভিনয় ছিল না
ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
এক সাক্ষাৎকারে সবিতা বলেন, ‘স্কুল-কলেজে পড়তে ভালোবাসতাম, লেখারও নেশা ছিল। এ ছাড়া শাস্ত্রীয় নৃত্য, ভরতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছি। শিল্পের প্রতি এই নেশায় হয়তো আমাকে অভিনয়ে নিয়ে এসেছে,’ বলেন সবিতা
ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
সবিতা ছোটবেলা থেকেই দৃঢ়চেতা। কলেজের পড়ালেখার পাট চুকিয়ে নিজেকে তিন বছরের চ্যালেঞ্জ দেন। ঠিক করেন, তিন বছরের মধ্যে নিজের ক্যারিয়ারের গতিপথ ঠিক করবেন, এরপর আবার পড়াশোনায় ফিরবেন
ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
সব মিলে দীর্ঘাঙ্গী, আকর্ষণীয়, শ্যামবর্ণা সবিতা এখন বলিউডের নতুন ফ্যাশনিস্তা হিসেবে বেশ সাড়া জাগিয়েছেন
ইনস্টাগ্রাম থেকে