২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভারতে মুক্তি পেল না সেই পাকিস্তানি সিনেমা

‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এ ফাওয়াদ ও মাহিরাআইএমডিবি

পাকিস্তানি সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ নিয়ে দুই বছর আগে ব্যাপক আলোচনা হয়। মূলত সমালোচকদের প্রশংসা, দর্শকের আগ্রহের কারণেই ছবিটি নিয়ে আলোচনা হয়। ছবিটি নতুন করে আলোচনায় আসে ভারতে মুক্তির উদ্যোগ নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি সিনেমাটি। খবর টাইমস নাউয়ের

প্রায় এক দশক ধরে ভারতে পাকিস্তানি সিনেমা মুক্তি পায় না, ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ দিয়ে সে জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছিল।

‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এ মাহিরা ও ফাওয়াদ। আইএমডিবি

কিন্তু ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত সিনেমাটি মুক্তির অনুমতি পায়নি। এর আগে জি স্টুডিও জানিয়েছিল আগামী ২ অক্টোবর ছবিটি ভারতে মুক্তি পাবে, কিন্তু সেটা হচ্ছে না।

মুক্তি না দেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে পাকিস্তানেও ভারতীয় ছবি দেখানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজও বন্ধ।

ভারতে এই পাকিস্তানি সিনেমা মুক্তির বিরোধিতা করেছে ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দল। মহারাষ্ট্রেও ছবির মুক্তি নিয়ে সতর্কতা জারি করেছিল এমএনএসের প্রধান রাজ ঠাকরে।

আরও পড়ুন

২০২২ সালের অক্টোবরে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ পাকিস্তানে মুক্তির পর সর্বোচ্চ আয় করা পাকিস্তানি ছবির রেকর্ড গড়ে।