‘কানতারা’র প্রিকুয়েলের দ্বিগুণ বাজেট

‘কানতারা’র একটি দৃশ্যআইএমডিবি

গত বছর ‘কানতারা’ ছবিটি দারুণ সফলতা পেয়েছিল। কন্নড় ছবিটি সারা দেশের মানুষের মন জয় করে নিয়েছিল। এবার আসতে চলেছে এর প্রিকুয়েল। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘কানতারা টু’র প্রথম ঝলক। আর তার পর থেকে ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ আরও বেড়েই চলেছে। সম্প্রতি এই প্রিকুয়েল ছবিসংক্রান্ত নানা তথ্য ফাঁস হয়েছে।
‘কানতারা’ ছবির এই প্রিকুয়েলের নাম রাখা হয়েছে ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’। হোম্বেল ফিল্মস প্রযোজিত এই ছবিতে ঋষভ শেট্টির প্রথম লুক প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে গেছে। আজতক ডটকমকে এক সাক্ষাৎকারে ‘কান্তারা’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজক বিজয় কিরাগান্দুর বলেছেন, ‘গত বছর “কান্তারা” ছবিটি সবচেয়ে বেশি আলোচিত ছবিগুলোর একটি ছিল। ছবিটি সব ধরনের দর্শককে বিনোদন দিতে পেরেছে। আর “কানতারা টু” যে আরও বড় আকারে আসবে, তা বলার অপেক্ষা রাখে না। দর্শকের এই ছবি ঘিরে প্রত্যাশা ক্রমে বেড়েই চলেছে। আমরা ছবির মূল গল্পকে পুরোপুরি গুরুত্ব দেব। আর ছবির কাহিনি আগের মতোই শিকড়ের সঙ্গে যুক্ত থাকবে।’

আরও পড়ুন

প্রযোজক জানিয়েছেন যে ‘কানতারা টু’ ছবির বাজেট আগের ছবির তুলনায় দ্বিগুণ বেশি হবে। তাঁর কথায়, ‘আমরা এমন এক সময়কে তুলে ধরতে চলেছি, যার জন্য বাজেট অনেকটা বেশি রাখতে হয়েছে। যুদ্ধের দৃশ্য, বড় বড় স্থাপনা, প্রত্যেককে চরিত্র অনুযায়ী সাজিয়ে তুলতে প্রচুর অর্থ ব্যয় হবে। যদিও ভিএফএক্সের ব্যবহার কম হবে। তবে জঙ্গলের দৃশ্যগুলোর জন্য আমরা এক বিশেষ ক্যামেরা ব্যবহার করছি। আমরা অবশ্যই এই প্রিকুয়েল ছবিতে “কান্তারা”র আসল স্বাদ আর মূল ভাবনাকে বজায় রাখব।’

এখন পর্যন্ত দেশের বাইরে থেকে ‘কানতারা’র আয় ৪৪ কোটি রুপি।

‘কানতারা’ নির্মাণের জন্য ১৬ কোটি ব্যয় হয়েছিল। প্রথমে ছবিটি কন্নড় ভাষায় নির্মাণ করা হয়েছিল। পরে আরও ছয়টি ভাষায় ডাব করে ছবির প্রচারণা করা হয়েছিল। তখন সব মিলিয়ে বাজেটের অঙ্ক গিয়ে দাঁড়িয়েছিল প্রায় ৩৫ কোটি। এখন প্রিকুয়েলটি বানাতে এর দ্বিগুণ খরচ হবে বলে জানা গেছে। এখানে শেষ নয়, ‘কানতারা টু’র সঙ্গে ইন্ডাস্ট্রির কিছু বড় অভিনেতার নাম জুড়তে চলেছে।

‘কানতারা’র পোস্টার
আইএমডিবি

‘কানতারা টু’র মহরত শট থেকে শুটিং শুরু হয়ে গেছে। নির্মাতাদের লক্ষ্য ছয়-আট মাসের মধ্যে ছবিটির শুটিং সম্পন্ন করা। তাই প্রতি মাসে ১০-১৫ দিন শুটিং হবে। এরপর প্রায় চার মাস লেগে যাবে ছবির পোস্ট–প্রোডাকশনের কাজে। আগামী বছরের শেষের দিকে অথবা ২০২৫ সালের শুরুতেই ‘কানতারা টু’কে বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা আছে নির্মাতাদের। ছবির শুটিংয়ের জন্য তাঁরা কর্ণাটকের সমুদ্রতটের বিভিন্ন স্থান বেছে নিয়েছেন। তবে ঋষভ ঘন জঙ্গলের সন্ধানে আছেন। পরিচালক শ্রীলঙ্কার কিছু জঙ্গল শুটিংয়ের জন্য ঠিক করেছেন।

আরও পড়ুন