ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন জনপ্রিয় তারকা

বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবিটি ভাইরাল হয়। সাদা–কালো ছবির এই শিশুর আজ জন্মদিন। উপমহাদেশের বিনোদন জগতে গুণী শিল্পী হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। চিনতে পারছেন এই তারকাকে? দেখে নিই তাঁর কিছু দুর্লভ ছবি, জেনে নিই অজানা কিছু তথ্য
১ / ১৬
আজ ৭০তম জন্মদিন এই তারকার। সকাল থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন তিনি
ভিডিও থেকে
২ / ১৬
খুব ছোট বয়সে অভিনয় জগতে পা রাখেন এ অভিনেতা। তাঁর বাবা ডি. শ্রীনিবাসন একজন আইনজীবী এবং মা রাজলক্ষ্মী গৃহিণী ছিলেন
ভিডিও থেকে
৩ / ১৬
তিনি একজন জনপ্রিয় বলিউড ও দক্ষিণি তারকার বাবা। বাবার জন্মদিনের তাঁর এই অদেখা পুরনো ছবি শেয়ার করেন। বাবা সাদা–কালো ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা।’
ভিডিও থেকে
৪ / ১৬
মাত্র পাঁচ বছর বয়সে বিমসিং পরিচালিত তামিল ছবি ‘কালাথুর কান্নাম্মায়’ প্রথম অভিনয় করেন। শ্রেষ্ঠ শিশুশিল্পীর জাতীয় পুরস্কার জেতেন এই ছবিতে অভিনয় করে
ভিডিও থেকে
৫ / ১৬
চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট
ভিডিও থেকে
৬ / ১৬
তাঁর অভিনীত অধিকাংশ ছবির ভাষা তামিল। তিনি ‘অপূর্ব রাগাঙ্গাল’, ‘মুন্দ্রাম পিরাই’, ‘হে রাম’, ‘দশাবথারাম’–এর মতো ছবিতে অভিনয় করেছেন। হিন্দি, বাংলা, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষার ছবিতেও অভিনয় করেছেন
ভিডিও থেকে
৭ / ১৬
তিনি কমল হাসান। ক্যারিয়ারে কিংবদন্তি তামিল চলচ্চিত্র নির্মাতা বালাচন্দরের সহকারী হিসেবে কাজ শুরু করেন এ অভিনেতা । এরপর ১৯৭৫ সালে ‘অপূর্ব রঙ্গলাল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন কমল হাসান
ভিডিও থেকে
৮ / ১৬
এই ছবিতে একজন বিদ্রোহী যুবকের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। যে একজন বয়সে বড় নারীর প্রেমে পড়ে। এই ছবিতে বাস্তবসম্মত অভিনয়ের মাধ্যমে দর্শক মন জয় করে নেন কমল হাসান
৯ / ১৬
অভিনেতা কমল হাসান
ছবি: এএফপি
১০ / ১৬
‘চাচি ৪২০’ ছবিতে প্রথম পরিচালক হিসেবে কাজ করেন এই অভিনেতা এবং পরিচালক হিসেবে প্রথম ছবিতেই নিজের দক্ষতার পরিচয় রাখেন কমল
ভিডিও থেকে
১১ / ১৬
৮০–এর দশকে হিন্দি ছবির দুনিয়ায় পা রাখেন কমল। তাঁর অভিনীত প্রথম হিন্দি ছবি ‘এক দুজে কে লিয়ে’। ছবিটি একটি রোমান্টিক ট্র্যাজেডি হিসেবে পরিগণিত হয়
ভিডিও থেকে
১২ / ১৬
শুধু অভিনয় নয়, একজন পরিচালক হিসেবেও একাধিক ব্লকব্লাস্টার সিনেমা উপহার দেন কমল হাসান।
ছবি: আইএমডিবি
১৩ / ১৬
পরে ‘হে রাম’, ‘ভিরুমান্দি’, ‘বিশ্বরূপম’–এর মতো একাধিক চলচিত্র পরিচালনা করেন । ‘জাগো গোরি’ ও ‘ওহ হো সানাম’–এর মতো জনপ্রিয় গান গেয়েছেন কমল হাসান । এমনকি ‘হে রাম’–এর তামিল সংস্করণ থেকে দুটি গানের কথা লিখেছেন।
১৪ / ১৬
শুধু অভিনয় নয়, একজন পরিচালক হিসেবেও একাধিক ব্লকব্লাস্টার সিনেমা উপহার দেন কমল হাসান।
১৫ / ১৬
২০১৮ সালে রাজনীতির ময়দানে পা রাখেন অভিনেতা।
১৬ / ১৬
ছয় বছর বয়সেই শ্রুতি হাসান গান করেছিলেন বাবার একটি তামিল ছবিতে। বাবা কমল হাসানের ইচ্ছা ছিল মেয়ে বড় হয়ে সংগীতশিল্পী হবে। তাই মেয়ের অভিনেত্রী হওয়ার আবদারটি প্রথমে মেনেই নিতে পারেননি ভারতের দক্ষিণি ছবির কয়েক যুগের জনপ্রিয় এই গুণী অভিনেতা
এক্স থেকে