অচেনা ভিকি যেভাবে ক্যাটের নজরে এলেন
রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অনেক দিন একা ছিলেন ক্যাটরিনা কাইফ। মাঝে গুঞ্জন রটে, আবারও সালমান খানের সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা। তবে কিছুদিন পরেই আরেক অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেমের খবর শোনা যায়। গত বছর বিয়ের আগের দিন পর্যন্ত কেউই অবশ্য এই সম্পর্কের কথা স্বীকার করেননি। এমনকি বিয়ের পরেও তাঁদের প্রেম হওয়ার গল্প নিয়ে সেভাবে কথা বলেননি দুই তারকা।
কয়েক বছর আগে ‘কফি উইথ করণ’-এ ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথম ইঙ্গিত দেন ক্যাট নিজেই। কোন তারকার সঙ্গে তাঁকে ভালো দেখায়—করণের এমন প্রশ্নের উত্তরে ভিকির নাম বলেন ক্যাটরিনা। অনেকে মনে করেন, সেটা ছিল তাঁদের সম্পর্ক শুরুর অনানুষ্ঠানিক ঘোষণা। সেই করণের শোতে এসেই ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বললেন অভিনেত্রী। আজ বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হট স্টারে প্রচারিত হবে পর্বটি। তাঁর আগে পর্বটির টিজারে ক্যাট দাবি করেন, ভিকি কখনোই তাঁর ‘নজরে’ ছিলেন না।
ক্যাটরিনা বলেন, ‘তাঁর (ভিকি কৌশল) সম্পর্কে আমি তেমন কিছু জানতাম না। কেবল নামটা শুনেছিলাম, কাজ করা হয়নি। কিন্তু যখন পরিচয় হলো, মুগ্ধ হয়ে গেলাম।’ ক্যাটরিনা জানান, তিনি যে ভিকির প্রেমে পড়েছেন, সেটা প্রথম স্বীকার করেন জোয়া আখতারের কাছে। এই পরিচালকের দেওয়া পার্টিতেই একে অন্যের জন্য টান অনুভব করেন।
ভিকির সঙ্গে তাঁর সম্পর্ক ‘অপ্রত্যাশিত’ উল্লেখ করে ক্যাটরিনা আরও বলেন, ‘ভিকির সঙ্গে বিয়ে ছিল আমার নিয়তি। আমাদের সম্পর্কে এত কাকতালীয় ব্যাপার আছে—একটা পর্যায়ে তো মনে হচ্ছিল, যা হচ্ছে সবই বুঝি অবাস্তব।’ পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে গত বছরের ৯ ডিসেম্বর রাজস্থানে বিয়ে অনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভিকি ও ক্যাটরিনা।
কফি উইথ করণের আজকের পর্বে ক্যাটরিনা হাজির হবেন তাঁর নতুন সিনেমা ‘ফোন ভূত’ সহকর্মী সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খাট্টারের সঙ্গে। গুরমিত সিং পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৪ নভেম্বর।
এ ছাড়া ক্যাটরিনা এখন ব্যস্ত তাঁর পরের দুই ছবি ‘মেরি ক্রিসমাস’ ও ‘টাইগার ৩’ নিয়ে। প্রথমটির পরিচালক শ্রীরাম রাঘবন। ছবিতে তামিল তারকা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বাঁধবেন তিনি। টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিতে তাঁর সঙ্গে আছেন সালমান খান।
কিছুদিন ধরেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুজব শোনা যাচ্ছে। গত মাসে মুম্বাইয়ের একটি ক্লিনিকে ক্যাটের উপস্থিতি সে গুঞ্জনের পালে জোর হাওয়া দেয়। তবে এ নিয়ে ক্যাট এখনো কোনো মন্তব্য করেননি।