দিলজিতের সংসারে ভাঙন, গুঞ্জনই সত্যি হলো?
ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী দিলজিৎ কৌর। বর্তমানে ব্যক্তিগত জীবনে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। গত বছরই ব্যবসায়ী নিখিল প্যাটেলকে বিয়ে করেছিলেন দিলজিৎ। তবে বছর না ঘুরতেই গেল ফেব্রুয়ারিতেই দুজনের বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
সেই গুঞ্জনই মনে হচ্ছে এবার সত্যি হতে চলেছে। শেষ পর্যন্ত কি ভেঙেই গেল দিলজিৎ কৌরের সংসার?
সরাসরি মুখ না খুললেও সামাজিক মাধ্যমে দিলজিতের পোস্ট দেখে অনেকে ধরে নিয়েছেন, বিয়ে নিয়ে জটিলতায় আছেন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন তাঁর স্বামী নিখিল প্যাটেল।
তিনি বলেন, ‘গত জানুয়ারিতে ছেলে জেদনকে নিয়ে কেনিয়া ছেড়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন দিলজিৎ। আর এটিই আলাদা হয়ে যাওয়ার মূল কারণ।
আমরা বুঝতে পারি যে যতটা ভেবেছিলাম, ততটা শক্ত নয় আমাদের পারিবারিক বন্ধন। কেনিয়ার জীবনযাত্রার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টি কঠিন হয়ে পড়ে দিলজিতের জন্য।’
শুধু তা–ই নয়, তাঁদের আইনি বিয়ে হয়নি বলেও জানান নিখিল। বলেন, ‘গত বছরের মার্চ মাসে মুম্বাইয়ে ভারতীয় রীতি মেনে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই অনুষ্ঠান করার উদ্দেশ্য ছিল, দিলজিৎ কেনিয়াতে চলে যাবে, সেটি তাঁর পরিবারকে আশ্বস্ত করা। আমাদের প্রচেষ্টার পরও কেনিয়ার জীবনে খাপ খাইয়ে নেওয়া দিলজেতের জন্য চ্যালেঞ্জের হয়ে পড়ে, দিলজিৎ তার ক্যারিয়ার ও ভারতকে মিস করছিল। ক্রমশ পারিবারিক জীবনের জটিলতা স্পষ্ট হয়ে উঠছিল।’
নিখিল-দিলজিৎ দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। আগের সংসারে দিলজিতের একটি ছেলে আছে, নিখিলের আছে দুই মেয়ে। দিলজিতের প্রথম বিয়ে হয় ২০০৯ সালে। সাবেক বিগ বস প্রতিযোগী অভিনেতা শালিন ভানতের সঙ্গে। তাঁদের মাঝে আসে ছেলে জেদন। কিন্তু ২০১৫ সালে ভেঙে যায় সেই সংসার। ৯ বছর পর ছেলে একজন বাবা পাবে ভেবে ব্যবসায়ী নিখিলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই নিজেদের মধ্যে বনিবনা না হওয়ার বিষয়টি বুঝতে পারেন এই দম্পতি।