‘মন’ সিনেমার ২৫ বছর, ছবিটি মুক্তির পর যা বলেছিলেন আমির খান
বলিউড অভিনেতা আমির খান ও অভিনেত্রী মনীষা কৈরালার সিনেমা ‘মন’-এর ২৫ বছর পূর্ণ হলো। ১৯৯৯ সালের আজকের দিনে মুক্তি পেয়েছিল চলচ্চিত্রটি। কমেডি ঘরানার পরিচালক ইন্দ্র কুমার। তিনি চিন্তা করলেন, একটু গুরুগম্ভীর অথচ প্রেমের গল্পের একটি চলচ্চিত্র বানাবেন। যেই ভাবা সেই কাজ। যদিও মন সিনেমার গল্পটা মৌলিক নয়। এটি ১৯৫৭ সালের হলিউড ক্লাসিক সিনেমা ‘অ্যান অ্যাফেয়ার টু রিমেম্বার’ সিনেমার রিমেক।
মূল চরিত্র আমির খান-মনীষা কৈরালার পাশাপাশি সিনেমাতে আরও ছিলেন অনিল কাপুর এবং রানী মুখার্জি। এর মধ্যে একটি গানে রানী মুখার্জির সঙ্গে নাচেন আমির খান। ‘মন’ সিনেমা মুক্তির পর দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালককে নিয়ে হতাশা প্রকাশ করেন আমির খান। তিনি বলেছিলেন, ‘শুটিংয়ের চতুর্থ দিনের মাথায় পরিচালক ইন্দুকে আমি বলেছিলাম, আমার মনে হচ্ছে না স্ক্রিপ্টের সঠিক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমার মনে হয়েছিল এই ছবি পরিচালনার ব্যাপারে তিনি ভুল ছিলেন। তবে একজন অভিনেতা হিসেবে মন-এর পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে মনে করেছি। তাই সেটাই আমি করেছি।’
তবে কি মন সিনেমাটি করা আমিরের ভুল সিদ্ধান্ত ছিল? এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘আমি মনে করি ভুল অনেক শক্ত শব্দ। এখনো এমন সিনেমার প্রস্তাব পেলে আমি করব। এটা খুব সুন্দর একটি হলিউড সিনেমার রিমেক। যদিও এই ধরনের বিষয়ে পরিচালনার জন্য সঠিক মানুষ নন ইন্দু।’
আমির খান ও মাধুরী দীক্ষিত জুটিকে নিয়ে ‘দিল’ নামে আরও একটি সিনেমা বানিয়েছিলেন এই পরিচালক।
‘মন’ চলচ্চিত্র আমির-মনীষা কৈরালা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘অ্যাকেলে হাম অ্যাকেলে তুম’ সিনেমায় প্রথম বড় পর্দা ভাগ করেন তাঁরা। ছবিটি বানিয়েছেন মনসুর খান। এই সিনেমাটিও হলিউড ক্লাসিক ‘ক্রেমার ভার্সেস ক্রেমারের’ রিমেক ভার্সন বলে মনে করা হয়।