ইরফান খানের স্মরণীয় ৫ চরিত্র

বলিউড অভিনেতা ইরফান খানের জন্মদিন আজ। বেঁচে থাকলে ৫৭ পূর্ণ করে ৫৮ বছরে পা দিতেন তিনি। মিড–ডে অবলম্বনে জন্মদিনে তাঁর অভিনীত স্মরণীয় পাঁচ চরিত্র নিয়ে এই প্রতিবেদন।
১ / ৫
উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘মকবুল’ সিনেমায় অনবদ্য অভিনয় করেছেন ইরফান খান। এতে মকবুল চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শকের পাশাপাশি সমালোচকেরাও ইরফানের অভিনয়ের প্রশংসা করেছেন। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় টাবু, ওম পুরি, পঙ্কজ কাপুরসহ আরও অনেকে অভিনয় করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
‘দ্য লাঞ্চবক্স’ সিনেমায় মধ্যবয়সী এক পুরুষের ভূমিকায় পাওয়া গেছে ইরফান খানকে, যে ব্যক্তিগত জীবনে একা। ঘটনাক্রমে ইলা নামের এক তরুণীর সঙ্গে পরিচয় ঘটে তার। দুজনের সংযোগের পেছনে ছিল লাঞ্চবক্স। ইলা চরিত্রে অভিনয় করেছেন নিমরাত কৌর। রিতেশ বাত্রা পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে ২০১৩ সালে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
সুজিত সরকারের ‘পিকু’ সিনেমায় রানা চৌধুরী নামের একটি ক্যাব কোম্পানির মালিকের চরিত্র ধারণ করেছিলেন ইরফান খান। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় ইরফান ছাড়াও অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন অভিনয় করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
‘তালবার’ সিনেমায় অশ্বিন কুমার নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ইরফান খান। ২০০৮ সালে আরুষি তালওয়ার হত্যাকাণ্ড নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মেঘনা গুলজার। এতে কঙ্কণা সেনশর্মাসহ আরও অনেকে অভিনয় করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় বিত্তবান এক ব্যবসায়ী রাজ বাত্রা চরিত্রে পাওয়া গেছে ইরফান খানকে। ইরফানের সমালোচকদের প্রশংসার পাশাপাশি দর্শকের মধ্যেও আলোচিত হয়েছে। সিনেমাটি বাণিজ্যিকভাবেও সাফল্য পেয়েছে। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন সাকেত চৌধুরী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন