ফিটনেস ঠিক রাখতে ট্রেনার রাখার সামর্থ্যও ছিল না পরিণীতির
ইমতিয়াজ আলির ‘অমর সিং চামকিলা’ সিনেমায় অভিনয় করে এখন আলোচনায় পরিণীতি চোপড়া। সিনেমাটিতে তাঁর অভিনয় প্রশংসিত হচ্ছে। ‘চামকিলা’ শুধু অভিনয়ও নয়, গানও গেয়েছেন এই তারকা। সম্প্রতি রাজ শামনির পডকাস্টে হাজির হয়ে ক্যারিয়ারের শুরুর দিকের নানা অজানা দিক নিয়ে কথা বলেছেন তিনি।
এই সাক্ষাৎকারে পরিণীতি জানান, তিনি কতটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে গেছেন। সেই কারণে তাঁর সহকর্মীরা তাঁকে সহজ চোখে দেখতেন বলেও জানান পরিণীতি।
অভিনেত্রী জানান, তিনি কোনো বিত্তশালী পরিবার থেকে আসেননি।
সেই জন্যই অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে অতিরিক্ত খরচ করতে পারতেন না। এমনকি একজন ফিটনেস ট্রেনার পর্যন্ত রাখতে পারেননি নিজের জন্য।
পরিণীতি এদিন জানান তাঁর আর্থিক ক্ষমতার জন্য অনেকেই তাঁকে নিচু চোখে দেখতেন। তিনি একটা সময় পর্যন্ত নিজের জন্য ফিটনেসের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেননি।
কারণ, সেগুলোর মূল্য প্রায় ৪ লাখ রুপির মতো ছিল; যা তাঁর পক্ষে খরচ করা সম্ভব ছিল না।
কিন্তু আর্থিক সংগতি যেমন হোক পরিণীতি হার না মানার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের শর্তে, অন্যরা যে সুযোগ-সুবিধা পান, সেগুলো ছাড়াই বলিউডে টিকে থাকতে চেয়েছিলেন। সেটা তিনি করেও দেখিয়েছেন।
‘চামকিলা’ ছবিতে পাঞ্জাবি গায়ক চমকিলার স্ত্রীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন পরিণীতি। চলতি বছর আরও বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে তাঁকে।