প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই বলিউড তারকারা

বলিউডের দুই খান সালমান ও শাহরুখের সঙ্গে বাবা সিদ্দিকের বন্ধুত্ব ছিলকোলাজ

গত শনিবার দশেরার রাতে গুলি করে হত্যা করা হয়েছে এনসিপি নেতা (অজিত পাওয়ারের দল) তথা সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে। বাবা সিদ্দিক রাজনীতিবিদ হলেও বলিউডের সঙ্গে তাঁর সংযোগের কথা কারও অজানা নেই। বিশেষ করে বলিউডের দুই খান সালমান ও শাহরুখের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। এমনকি বলিউডের সুলতান ও বাদশার মধ্যে সম্পর্কের বরফ গলেছিল বাবা সিদ্দিকের মধ্যস্থতায়। এই রাজনীতিবিদকে হত্যার দায়ভার নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। আর এই দলের পক্ষ থেকে সালমানকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাই পুলিশের অনুমান, সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বাবা সিদ্দিককে প্রাণে মেরে ফেলা হয়েছে। সাবেক এই মন্ত্রীকে গুলি করে হত্যা করে আততায়ীরা ভাইজানের কাছে বার্তা পৌঁছে দিতে চেয়েছে বলে মনে করছে মুম্বাই পুলিশ। লরেন্স বিষ্ণোইয়ের দল এই হত্যাকাণ্ডের মাধ্যমে জানাতে চেয়েছে যে সালমানের সঙ্গে এ রকম ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। তাই এই বলিউড সুপারস্টারের বাসার বাইরে পুলিশি নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে বিটাউন তারকাদের প্রাণনাশের হুমকি দেওয়া নতুন কথা নয়। এর আগে একাধিক সুপারস্টারকে হত্যা করার হুমকি দিয়েছে অন্ধকার জগতের কুখ্যাত গ্যাংস্টাররা। দেখা যাক কোন কোন বলিউড তারকাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

সালমান খান
এএফপি

সালমান খান
কৃষ্ণকায় হরিণ মামলার কারণে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল থেকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে তাঁকে। এমনকি এই বলিউড সুপারস্টারের বাবা তথা নামজাদা লেখক সেলিম খানকেও হুমকি দেওয়া হয়েছে। সালমানের বাসা বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে আততায়ীরা একবার কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল। এরপর তাঁর নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করা হয়েছিল। বাবা সিদ্দিকের হত্যাকাণ্ডের পর ভাইজানের সুরক্ষাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মুম্বাই পুলিশ সালমানকে বাসার মধ্যে থাকার পরামর্শ দিয়েছে।

আইফায় শাহরুখ খান। আইফার ইনস্টাগ্রাম থেকে

শাহরুখ খান
বলিউড বাদশাহ শাহরুখ খানকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে বারবার তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত মাফিয়ারা কিং খানকে তাদের সঙ্গে কাজ করার ক্রমাগত চাপ দিচ্ছিল। এমনকি শাহরুখ খানের আয় থেকে কিছু অংশ দেওয়ার জন্য দাবি জানিয়েছিল মাফিয়ারা। এর জবাবে কিং খান বলেছিলেন, ‘গুলি মারতে হলে মারো, তোমাদের জন্য কাজ করব না।’ শাহরুখ বলেছিলেন যে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির আয় থেকে গ্যাংস্টার পুজারি কিছু অংশ দাবি করেছিলেন।

আমির খান
এএনআই

আমির খান

সত্যমেব জয়তে-র শুটিংয়ের সময় হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলিউডের আরেক খান আমির খানকে। আর আমির তাই নিজের সুরক্ষার জন্য বুলেটপ্রুফ মার্সিডিজ কিনেছিলেন।

রাকেশ রোশন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

রাকেশ রোশন
বলিউড অভিনেতা, চিত্র নির্মাতা এবং হৃতিক রোশনের বাবা রাকেশ রোশনকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি এই বলিউড তারকার ওপর বেশ কয়েকবার গুলি চালানো হয়েছিল। একবার রাকেশের হাতে গুলি লেগেছিল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অক্ষয় কুমার
ইনস্টাগ্রাম

অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে গ্যাংস্টার রবি পুজারা ধমক দিয়েছিল। অক্ষয় তাঁর বাড়ির এক কর্মচারীকে কাজ থেকে বহিষ্কার করেছিলেন। এই বিটাউন সুপারস্টারকে বলা হয়েছিল যে কর্মচারীকে কাজ থেকে বরখাস্ত করে তিনি মোটেও ভালো কাজ করেননি।

সঞ্জয় দত্ত
ইনস্টাগ্রাম

সঞ্জয় দত্ত
বলিউড তারকা সঞ্জয় দত্তকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। কারণ, সঞ্জয়ের সঙ্গে অন্ধকার জগতের বন্ধুত্ব বেশ গভীর ছিল। মাঝে খবর ছিল যে দুই কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিম ও আবু সেলিমের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল সঞ্জয়কে।

মহেশ ভাট
এক্স থেকে

মহেশ ভাট
চিত্র নির্মাতা তথা পরিচালক মহেশ ভাটকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল। জানা গিয়েছিল যে ১২-১৩ জনের এক গ্রুপ তাঁর ওপর হামলা করার পরিকল্পনা করেছিল। কিন্তু মুম্বাই পুলিশ আন্ডারওয়ার্ল্ডের এই পরিকল্পনা ভেস্তে দিয়েছিল।