পাঁচ দিনে কত আয় করল ‘লাল সিং চাড্ডা’
অনেক ভেবেচিন্তে ‘লাল সিং চাড্ডা’-কে বড় পর্দায় এনেছিলেন আমির খান। রাখী, স্বাধীনতা দিবস—সব মিলিয়ে লম্বা ছুটি ছিল। আমিরের এই ছবির নির্মাতারা ভেবেছিলেন যে এই লম্বা ছুটির সুযোগ তাঁরা নেবেন। কিন্তু এখানেও চরম ব্যর্থ ‘লাল সিং চাড্ডা’। তাই সব মিলিয়ে হতাশ নির্মাতারা। ১৫ আগস্টের ছুটির দিনেও প্রযোজকের সামান্য টাকা এসেছে।
আমির খানের ছবি মানেই প্রত্যাশা তুঙ্গে। আর এই বলিউড সুপারস্টার অত্যন্ত আবেগ, ভালোবাসা দিয়ে তাঁর ছবি নির্মাণ করেন। তাই তাঁর ছবি অনায়াসে দর্শকের হৃদয় জয় করে ফেলে। কিন্তু আমিরের ‘লাল সিং চাড্ডা’ এবার মানুষের হৃদয় ছুঁতে ব্যর্থ। কালজয়ী হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক এই ছবিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রশংসায় পঞ্চমুখ, আবার অনেকে দারুণভাবে সমালোচনা করেছেন আমিরের ছবিটির।
আবার আমিরকে বর্জন নিয়ে নেট–দুনিয়ায় যে ঝড় উঠেছে, তার প্রভাব ছবির উপর দারুণভাবে পড়েছে। এই ছবির পাঁচ দিনের আয় এবার প্রকাশ্যে এসেছে।
‘লাল সিং চাড্ডা’ মুক্তির ৫ দিনের মাথায় ৫০ কোটিও পার করতে পারেনি। জানা গেছে, এই রিমেক ছবিটি সাকুল্যে প্রায় ৪৬ কোটির মতো আয় করেছে। তাই এখনো ৫০ কোটি ক্লাবের সদস্য হতে পারেনি আমিরের এই ছবি। সবাই আশা করেছিলেন গতকাল সোমবার ভারতের স্বাধীনতা দিবসের দিন একটু ভালো আয়ের মুখ দেখবে ‘লাল সিং চাড্ডা’। কিন্তু গতকাল ছবিটি মাত্র আট কোটি রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিনে ‘লাল সিং চাড্ডা’ ছবির ঝুলিতে এসেছিল ১১ দশমিক ৫০ কোটি। আর মুক্তির দ্বিতীয় দিনে ছবিটি প্রায় সাত কোটি আয় করে।
জানা গেছে, কিছু ডিস্ট্রিবিউটর ছবির হতাশাজনক আয় দেখে দুশ্চিন্তায় পড়েছেন। তাঁরা ছবির প্রযোজক ভায়াকম এইটিন-এর থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে ভায়াকম এইটিন তা মানতে নারাজ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাইরের কোনো ডিস্ট্রিবিউটরকে বিতরণের দায়িত্ব দেওয়া হয়নি। ভিএইটিন স্টুডিওস-এর মাধ্যমে এই ছবি বিতরণ করা হয়েছে।
আর ভায়াকম স্টুডিওর দাবি যে তাদের কোনো আর্থিক ক্ষতি হয়নি। তবে সিনেমা হলের মালিকেরা ‘লাল সিং চাড্ডা’ ছবির বহু শো বাতিল করেছেন।
অদ্ভেত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমির খান ছাড়া আছেন নাগা চৈতন্য, কারিনা কাপুর খান, মোনা সিংসহ আরও অনেকে।