প্রাণনাশের হুমকি: সালমান খোশমেজাজে,বাবার রাতের ঘুম হারাম

সেলিম খান ও সালমান খানসংগৃহীত

সালমান খানের আবাসনের বাইরে মুম্বাই পুলিশের সতর্ক পাহারা। বান্দ্রায় তাঁর ‘গ্যালাক্সি’ আবাসনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বেশ কয়েক দিন আগে থেকে। এদিকে যাঁর কারণে এত সব আয়োজন, নিরাপত্তা; সেই সালমান কিন্তু খোশমেজাজে আছেন। আবার এদিকে ছেলের চিন্তায় বাবা সেলিম খানের রাতের ঘুম চলে গেছে বলে জানা গেছে।
সদ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে ই–মেইলে হত্যার হুমকি পাওয়ার পর থেকে সালমানের নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে। যদিও এই প্রথমবার নয়। এর আগেও ভাইজানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কিন্তু এ ব্যাপারে সালমান বা তাঁর পরিবারের মানসিক অবস্থার কথা জানা যায়নি।

টাইমস অব ইন্ডিয়া এবার সালমানের বাসার চার দেয়ালের ভেতরে কী হচ্ছে, তার কিছুটা প্রকাশ করেছে। এ সংবাদমাধ্যমের প্রতিনিধিকে সালমানের এক ঘনিষ্ঠ ব্যক্তি কিছু তথ্য জানিয়েছেন। জানা গেছে, সালমান এই হুমকি খুব হালকাভাবে নিচ্ছেন।

‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানে বাবা সেলিম খানের সঙ্গে সালমান খান
ফেসবুক থেকে

আবার তাঁর মা–বাবা আর পরিবারের সবাই যাতে উদ্বিগ্ন না হন, তাই হয়তোবা স্বাভাবিক থাকার অভিনয় করছেন সালমান। ‘আমরা একসঙ্গে আছি’—এই বিশেষ মনোভাবে বিশ্বাসী এই পরিবার, আর তাই তারা কোনো দুশ্চিন্তা নিজেদের চোখেমুখে প্রকাশ করে না। সালমানের বাবা সেলিম খানকে একেবারেই স্বাভাবিক আর শান্ত দেখাচ্ছে। কিন্তু পরিবারের সবাই জানেন যে রাতের পর রাত তাঁর চোখে ঘুম নেই।

সালমানের ঘনিষ্ঠ সেই ব্যক্তি আরও জানিয়েছেন যে সালমান নিজে এই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থার বিপক্ষে ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি আরও জানিয়েছেন, সালমানের মতে, নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর ফলে যারা হুমকি দিচ্ছে, তাদের আরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে। ভয় পেয়ে যত বেশি নিরাপত্তা চক্র বাড়ানো হবে, তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে ততটাই সফল হবে। এ ছাড়া সালমান সব সময় খোলামেলাভাবে বাঁচতে ভালোবাসেন।

মুম্বাই শহরের বান্দ্রা এলাকার ‘গ্যালাক্সি’ আবাসনের থাকেন সালমান খান
মাসুম অপু

তাঁর কথায়, যখন যেটা হওয়ার, তখন সেটা ঘটবেই। কিন্তু পরিবারের চাপে বাইরের যা যা পরিকল্পনা ছিল, তা সালমান বাতিল করেছেন। কিন্তু তাঁর আগামী ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিকে ঘিরে সালমানের যা যা পরিকল্পনা আছে, তাতে কোনো বদল আনছেন না তিনি। ছবিটা ঈদের সময় মুক্তি পাবে।

১৮ মার্চ সালমান খানের ব্যবস্থাপক প্রশান্ত গুঞ্জলকারের কাছে এক হুমকিপূর্ণ ই–মেইল এসেছে। মেইলটি মোহিত গর্গ নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এসেছে। ভাইজানের সঙ্গে কথা বলার দাবি তোলা হয়েছে এই মেইলে। ই–মেইলে লেখা আছে, ‘গোল্ডি বরাড় তোর বস মানে সালমানের সঙ্গে কথা বলতে চায়। ওকে হিসাব-নিকাশের নিষ্পত্তি করতে হলে কথা বলতে বলিস। সময় থাকতে থাকতে জানিয়ে দিলাম। মুখোমুখি কথা বলবে কি না, সেটাও জানিয়ে দিস। সময় পার হয়ে গেলে কিন্তু আর ভাবব না। পরেরবার শুধু ভয়ংকর রূপ দেখবে।’ এই হুমকিপূর্ণ ই-মেইল পাওয়ার সঙ্গে সঙ্গে সালমানের ব্যবস্থাপক প্রশান্ত মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন। এই মামলার গভীরতা আর ভাইজানের সুরক্ষার কারণে বান্দ্রা পুলিশ আইপিসির ধারা ৫০৬(২), ১২০(বি) এবং ৩৪ অনুযায়ী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি বরাড় আর রোহিত বরাড়ের বিরুদ্ধে মামলা করেছে।