পূর্বাভাস বলছে, আবার ‘রজনী-ঝড়’-এ কাঁপবে ভারত
রজনীকান্তের নতুন সিনেমা মুক্তি পেলে দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ুতে কী হয়, তা এত দিনে অনেকেরই জানা হয়ে গেছে। আজ মুক্তি পাওয়া তাঁর নতুন ছবি ‘জেলার’কে কেন্দ্র করে চেন্নাইতে অফিস ছুটি নিয়ে সদলবল অনেকেই ছুটেছেন প্রেক্ষাগৃহে। তবে সমালোচকেরা বলছেন, ‘জেলার’ রজনীর সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমার চেয়ে আলাদা। কেবল রজনীর জন্য নয়, গল্প, চিত্রনাট্য, পরিচালনা মিলিয়ে এমনিতেই দুর্দান্ত ‘জেলার’। তাই প্রথম বিশ্লেষকদের অনুমান, আবারও ‘রজনী-ঝড়’-এ কাঁপবে ভারত।
প্রথম দিন ‘জেলার’ কত আয় করল, সেটা এখনো জানা যায়নি। তবে মুক্তির আগেই যে সিনেমার ৯ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, সে সিনেমা যে বড় অঙ্কের আয় করবে, তা অনুমান করে নেওয়াই যায়।
‘জেলার’ অভিনেতার অন্যান্য সিনেমার চেয়ে ব্যতিক্রম, কারণ, ছবিটি পরিচালক যে নেলসন দীলিপ কুমার। এ সময়ের তরুণ তামিল পরিচালকদের মধ্যে অন্যতম তিনি। ছবিতে ডার্ক হিউমার দারুণভাবে ব্যবহার করতে পারঙ্গম নেলসন। আগে ‘কোলামাব কোকিলা’, ‘ডক্টর’-এ সেটা দেখা গেছে।
গত বছর বিজয়কে নিয়ে শেষ নির্মিত সিনেমা ‘বিস্ট’ও ব্যাপক ব্যবসা করেছে। সেই নেলসন এবার জুটি বেঁধেছেন রজনীকান্তর সঙ্গে।
ব্ল্যাক কমেডি অ্যাকশন ছবিটি রজনীকান্তর ১৬৯তম সিনেমা। গত বছরের ফেব্রুয়ারিতে এ ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসে। শুটিং শুরু হয় সে বছরের আগস্টে। চলতি বছরের জুনে শুটিং শেষ করে ১০ জুন মুক্তি পেল ছবিটি।
সিনেমাটির গল্প সাবেক পুলিশ কর্মকর্তা মুথুভেল পানদিয়ানকে নিয়ে। পরিবারের সঙ্গে অবসর জীবন দারুণ উপভোগ করছিল সে। তবে ঝামেলা বাঁধে তখনই, যখন তার ছেলে অর্জুন লাপাত্তা হয়।
অর্জুনও বাবার মতো পুলিশে চাকরি নিয়েছে। এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে ধরতে গিয়ে লাপাত্তা হয় সে। পরে পুলিশ অর্জুনকে মৃত বলে ঘোষণা করে। সন্তান হত্যার প্রতিশোধ নিতে অবসর ভেঙে মাঠে নামে মুথুভেল। তামিলনাড়ু ছাড়া কর্ণাটক ও কেরালার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে সিনেমাটির।
‘জেলার’-এর বড় চমক তামান্না ভাটিয়া। সাম্প্রতিক সময়ে আলোচিত তামান্নাকে ছবিতে দেখা যাবে অভিনেত্রী হিসেবেই।
এর মধ্যেই ‘জেলার’-এর ‘কাবালা’ গানে তামান্নার আবেদনময়ী রূপ আলোচিত হয়েছে।
অনেক বক্স অফিস বিশ্লেষক মনে করছেন, চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল তামিল সিনেমা হতে যাচ্ছে ‘জেলার’। অনেকে আবার বলেছেন, শুধু তামিল সিনেমার নয়, ছবিটি অনেক রেকর্ডই ওলট–পালট করে দেবে। তবে কতটা কী হবে, সেটা সময়ই বলে দেবে।