২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইয়োহানির প্লেব্যাক করা ছবিটি কি ভানুর ছবির নকল?

ইয়োহানি ডি সিলভা

বছর দুই আগে সিংহলি ভাষায় ‘মানিকে মাগে হিতে’ গেয়ে সারা দুনিয়ায় ঝড় তুলেছিলেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভা। এবার বলিউডে ঝড় তুলতে প্রস্তুত এই গায়িকা। ‘টোটাল ধামাল’খ্যাত ইদ্র কুমার পরিচালিত ‘থ্যাংক গড’ ছবিতে হিন্দি ভাষায় ‘মানিকে মাগে হিতে’ গাইলেন ইয়োহানি। এই গান দিয়ে বলিউড প্লেব্যাকে অভিষেক হচ্ছে গায়িকার। গানটির সংগীত পরিচালনা করেছেন তনিষ্ক বাগচী।

আরও পড়ুন

হিন্দি সংস্করণে ‘মানিকে মাগে হিতে’ প্রসঙ্গে ইয়োহানি বলেন, ‘হিন্দি ভাষা শেখা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। ছোটবেলা থেকে অনেক হিন্দি গান শুনেছি। কিন্তু কোনো সিনেমার জন্য গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে আমাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হবে। আগে এটা কখনো করিনি। এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।’ পর্দায় ইয়োহানির কণ্ঠে ঠোঁট মেলাবেন নোরা ফতেহি।

চিত্রগুপ্তের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন
ছবি : সংগৃহীত

৯ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছি ছবিটির ট্রেলার। আর প্রকাশের পরই জড়িয়েছে বিতর্কে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ভারতের উত্তর প্রদেশের জৈনপুরের আদালতে পরিচালক ইন্দ্র কুমার, অভিনেতা অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার বিরুদ্ধে মামলা হয়েছে। আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব মামলাটি করেন। আগামী ১৮ নভেম্বর আবেদনকারীর বয়ান রেকর্ড করবেন আদালত।

নোরা ফতেহি ও সিদ্ধার্থ মালহোত্রা
ছবি : সংগৃহীত

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, নিজের আবেদনপত্রে হিমাংশু অভিযোগ করেছেন, এ ছবির ট্রেলারে স্যুট-ব্যুট পরে হিন্দু দেবতা ‘চিত্রগুপ্ত’রূপে হাজির হয়েছেন দেবগন। ট্রেলারের একটি দৃশ্যে তাঁর কণ্ঠে অশালীন ভাষা শোনা গেছে, যা হিন্দুধর্মের অপমান। পিটিশনে তিনি জানিয়েছেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের কাছে “চিত্রগুপ্ত” কর্মফলের দেবতা। মানুষের ভালো ও খারাপ কাজের হিসাব তিনি রাখেন। তাই দেবতাকে এই রূপে তুলে ধরলে এটা একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে। এটি সরাসরি ধর্মীয় ভাবাবেগে আঘাত করে।’

‘থ্যাংক গড’-এ সিদ্ধার্থ মালহোত্রা
ছবি : সংগৃহীত

তবে ‘থ্যাংক গড’-এর বিরুদ্ধে অভিযোগের এখানেই শেষ নয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ ছাড়াও ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। বাঙালি নেটিজেনরা অভিযোগ তুলেছেন, ছবিটি ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত কালজয়ী ছবি ‘যমালয়ে জীবন্ত মানুষ’-এর নকল। দীনবন্ধু মিত্রের গল্প থেকে পরিচালক প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন ছবিটি। নায়কের ভূমিকায় ছিলেন ভানু।
দুই অভিযোগ নিয়ে নির্মাতার বক্তব্য পাওয়া যায়নি।

ছবির পোস্টারে অজয়
ছবি : সংগৃহীত

কমেডি ঘরানার এই ছবিতে হিন্দু দেবতা চিত্রগুপ্তের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। অন্যদিকে এক সাধারণ জনগণের চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। যিনি একটি সড়ক দুর্ঘটনার পর জীবন-মৃত্যুর মাঝামাঝি অবস্থায় ঝুলে রয়েছেন। তাঁর পাপ-পুণ্যের হিসাব করতে বসেছেন চিত্রগুপ্ত। অজয় দেবগনের সঙ্গে জীবনের খেলাতে যোগ দিতে হবে সিদ্ধার্থকে। এই খেলায় জিতলে তবেই জীবন ফিরে পাবেন তিনি, নয়তো মৃত্যু নিশ্চিত।

রাকুল প্রীত সিং
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ছবিতে সিদ্ধার্থের স্ত্রীর চরিত্রে দেখা যাবে রাকুল প্রীত সিংকে। ‘আইয়ারি’র পর আবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। এর আগে আগামীকাল প্রকাশিত হবে ইয়োহানির জনপ্রিয় গানটির হিন্দি সংস্করণ।

আরও পড়ুন