‘যৌনশিক্ষা’র ক্লাসে আমন্ত্রণ জানিয়ে যা বললেন এই তারকা
ভারতীয় সমাজে যৌনতা এখনো বড় এক ট্যাবু। ভারতের হিন্দি সিনেমা যেহেতু ব্যাপকভাবে জনপ্রিয়, অনেক নির্মাতাই এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে যৌনতা নিয়ে ট্যাবু ভাঙার চেষ্টা করেছেন। এই যেমন বলা যায় তেজায় বিজয় ডিওস্করের কথা। তাঁর নতুন সিনেমা ‘ছত্রীওয়ালি’ তিনি বানিয়েছেন ভারতে যৌনতার মতো সংবেদনশীল বিষয় নিয়ে। কমেডির মোড়কে নির্মিত সিনেমায় রাকুল প্রীত সিং অভিনয় করেছেন জন্মনিয়ন্ত্রণ–সামগ্রীর পরীক্ষকের ভূমিকায়। সম্প্রতি ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কথা শেয়ার করেছেন রাকুল।
২০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পাবে ‘ছত্রীওয়ালি’। এ উপলক্ষে সামাজিক মাধ্যমে নানাভাবে প্রচারণা চালাচ্ছেন ছবির পাত্র–পাত্রীরা। ছবিতে শুটিংয়ের আগে থেকেই ভারতে যৌনশিক্ষা নিয়ে কথা বলেছেন রাকুল প্রীত সিং।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ‘ছত্রীওয়ালি’র একটি মোশন পোস্টার শেয়ার করেছেন রাকুল, যেটি একটি শ্রেণিকক্ষের দৃশ্য। যেখানে তাঁকে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, হাতে জীববিজ্ঞানের বই; বোর্ডে আঁকা নারী ও পুরুষের যৌনাঙ্গের পরিচিতি। সামনে বসে আছে শিক্ষার্থীরা। মোশন পোস্টারে বোঝানো হয়, যৌনতা নিয়ে তাদের মনে নানা ধরনের প্রশ্ন আছে, রাকুল যা সমাধান করার চেষ্টা করছেন। শেষে বোর্ডে লেখা ওঠে, যৌনশিক্ষার ক্লাস শুরু হবে ২০ জানুয়ারি, যা ছবিটির মুক্তির তারিখকেই বোঝানো হয়েছে।
মোশন পোস্টারটি শেয়ার করে রাকুল লিখেছেন, ‘আর ক্লাস ফাঁকি নয়, এখন সময় ছত্রীওয়ালির সঙ্গে শেখার।’
‘ছত্রীওয়ালি’ ছাড়াও চলতি বছর বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে রাকুল প্রীত সিংকে। এর মধ্যে অবশ্যই আছে কমল হাসানের সঙ্গে প্যান ইন্ডিয়া সিনেমা ‘ইন্ডিয়ান টু’ ও অর্জুন কাপুর-ভূমি পেডনেকরের সঙ্গে নাম ঠিক না হওয়া সিনেমা।