যে কারণে হিন্দি ছবিটি নিয়ে এত বিতর্ক

‘দ্য কেরালা স্টোরি’র পোস্টার
আইএমডিবি

আগামী শুক্রবার ছবিটি মুক্তির পূর্বনির্ধারিত তারিখ, অথচ এর আগে বিতর্ক থামছে না। ছবিটি নির্মাণের ঘোষণার পরপরই আলোচনা ছিল বিষয়বস্তু নিয়ে, তবে কিছুদিন আগে যখন ট্রেলার মুক্তি পায়, তখনই শুরু হয় প্রবল বিতর্ক। হিন্দি সিনেমার খোঁজখবর যাঁরা রাখেন, এর মধ্যেই বুঝে গেছেন কথা হচ্ছে হালের আলোচিত-সমালোচিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি নিয়ে। কিন্তু কী কারণে ছবিটি নিয়ে এত বিতর্ক? ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক।

‘দ্য কেরালা স্টোরি’র গল্প আইএসে যোগ দেওয়া ধর্মান্তরিত কেরালার নারীদের নিয়ে। ছবিতে ধর্মান্তরিত নারীর যে সংখ্যা করার দাবি করা হয়েছে, যা নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে।

‘দ্য কেরালা স্টোরি’র পোস্টার
আইএমডিবি

সংখ্যাটি নিয়ে প্রবল আপত্তি তুলেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারই ভিজয়ন। তিনি বলেছেন, এটা ‘প্রচারণামূলক’ সিনেমা, কোনোভাবেই তাঁর রাজ্যের গল্প নয়।

আরও পড়ুন

ছবিটির মুক্তি বাতিল চেয়েও আবেদন করা হয়। তবে মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট সে আবেদন খারিজ করে দেন। নানা বিতর্কের মধ্যে অবশেষে সেন্সর সনদ পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ১০টি দৃশ্য কর্তন সাপেক্ষে ছাড়পত্র পেয়েছে ছবিটি।

এত বিতর্কের মধ্যে মুখ খুলেছেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন। ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ছবিটি নিয়ে কেরালার মানুষের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাঁকে অবাক করেছে। তিনি বলেন, ‘ভারতের মধ্যে কেরালায় শিক্ষার হার সবচেয়ে বেশি। তাঁরা কীভাবে এতটা অসহিষ্ণু হতে পারে? তারা তো ছবিটি দেখেইনি।’

‘দ্য কেরালা স্টোরি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি আদানি।