ভয় পান না শ্রদ্ধা
পর্দায় সব সময় নিজেকে ব্যতিক্রমী চরিত্রে মেলে ধরতে ভালোবাসেন বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর। তাই ‘হাসিনা পার্কার’ ছবির মাফিয়া কুইন থেকে ‘স্ত্রী’ ছবিতে ভূতের চরিত্র বেছে নিতেও পিছপা হননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রদ্ধা তাঁর ছবি নির্বাচন নিয়ে কিছু কথা জানিয়েছেন।
শ্রদ্ধাকে শেষবার পর্দায় দেখা গেছে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে। লাভ রঞ্জন পরিচালিত এই ছবিতে তিনি রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন। ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল। এখন শ্রদ্ধা ব্যস্ত তাঁর আগামী ছবি ‘স্ত্রী’ টুর শুটিংয়ে।
শ্রদ্ধা নিজের ছবি নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ‘ছবি নির্বাচনের সময় আমি সম্পূর্ণ ভয়শূন্য থাকি। আমি নিশ্চিতভাবে জানি যে কোন দিশায় আমার যাওয়া উচিত। আর এটাই আমার শক্তি। আমি সবচেয়ে বেশি নিজের ওপর আস্থা রাখি। আর আমি জানি যে আমি কতটা শক্তিশালী।’
শ্রদ্ধার ফিল্মি ক্যারিয়ার আহামরি না হলেও তাঁর অনুরাগীর সংখ্যা ঈর্ষণীয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা যেকোনো শীর্ষস্থানীয় নায়িকাকে টেক্কা দেয়। শ্রদ্ধাকে বলিউডের ‘গোল্ডেন গার্ল’ বলা হয়। নেট জনতার হৃদয়ে রাজত্ব করেন তিনি।
এর কৌশল জানতে চাওয়া হলে শ্রদ্ধা জানান, ‘সত্যি বলতে, এর কোনো কৌশল আমার জানা নেই। আমার যেটা মনে হয়, আমি সেটাই পোস্ট করি। আমি পুরোপুরি সততার সঙ্গে নিজের অভিব্যক্তি মেলে ধরি। কমেন্ট সেকশনে সবার সঙ্গে কথা বলতে আমি দারুণ উপভোগ করি। এর মধ্যে দারুণ মজা লুকিয়ে আছে, আর আমার মনে হয় যে তাঁরা আমার বন্ধু। আমার ফ্যান ক্লাবের সঙ্গে যে আমার বিশেষ সম্পর্ক আছে, তার জন্য আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।’