চরিত্রের প্রয়োজনে গ্রামে
বয়স তাঁর ২১। এরই মধ্যে ছোট পর্দায় বিভিন্ন ধারাবাহিক, মিউজিক ভিডিওতে সবার নজর কেড়েছেন কাশিকা কাপুর। মডেল হিসেবেও তাঁর বেশ নামডাক আছে। বাকি ছিল বড় পর্দা, এবার সেটাও পূরণ হবে। তাঁকে ‘আয়ুষ্মতী গীতা ম্যাট্রিক পাস’ ছবির মূল নায়িকা হিসেবে দেখা যাবে। রুপালি পর্দায় গ্রাম্য মেয়ে হয়ে উঠতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন তিনি। গীতা নিজের ভ্রমণের মাধ্যমে নিজেকে অন্বেষণ করার নেশায় মেতে থাকেন।
‘গীতা’ হয়ে উঠতে কাশিকার প্রস্তুতির কমতি ছিল না। নিজে গ্রামে গিয়ে সময় কাটিয়েছেন। কাছ থেকে দেখেছেন গ্রাম্য জীবন। শিখেছেন, বুঝেছেন।
গ্রামের তরুণীদের সঙ্গে ওঠাবসা করেছেন। এ প্রসঙ্গে গত বৃহস্পতিবার প্রথম আলোকে দেওয়া এক বিবৃতিতে কাশিকা বলেন, ‘আমি বুঝেছিলাম, চরিত্রটিকে পর্দায় যথাযথভাবে তুলে ধরতে হলে আমাকে গ্রাম্য জীবনযাত্রার অভিজ্ঞতা নিতে হবে।
তাই গ্রামে গিয়ে অনেকটা সময় কাটিয়েছি। গ্রামের মানুষের জীবনযাত্রা, তাদের কাহিনি, সংঘর্ষ—সবকিছুর সাক্ষী হয়েছি। যাতে ক্যামেরার সামনে নিজেকে সম্পূর্ণ মেলে ধরতে পারি। আর এই গ্রামেই আমাদের ছবির শুটিং হয়েছিল।’
এই তরুণ নায়িকা আরও বলেন, ‘তাঁদের জীবনের গল্প দ্বারা আমি দারুণ প্রভাবিত হয়েছিলাম। তাই আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে “গীতা”র জীবনকে রুপালি পর্দায় যথাযথভাবে তুলে ধরে তাঁদের প্রতি আমার সম্মান আর কৃতজ্ঞতা প্রদান করব।
আর সত্যি বলতে, দর্শকের সামনে আমার সেরাটা তুলে ধরতে আমি প্রচুর ঘাম ঝরিয়েছি। নিজেকে যোগ্য অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চেয়েছি কেবল। “গীতা”রূপে দর্শকের সামনে আসার জন্য আমার আর তর সইছে না। আমি জানি যে এই চরিত্রের মাধ্যমে আমি দর্শকের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দিতে চলেছি। নারীশিক্ষার মতো বিষয়কে ঘিরে ছবিটা নির্মাণ করা হয়েছে। আর বলে রাখলাম, এই ছবিতে অনেক চমক আছে।’
আয়ুষ্মতী ‘গীতা ম্যাট্রিক পাস’ পরিচালনা করেছেন প্রদীপ খৈরওয়ার। ‘সরকার থ্রি’, ‘ব্লাইন্ড লাভ’সহ আরও অনেক সফল প্রকল্পের জন্য জনপ্রিয় হয়ে উঠেছেন প্রদীপ। অনুজ সাইনির সঙ্গে জুটি বেঁধে কাশিকা ছায়াছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন। ছবিটি আগামী মাসে মুক্তি পাওয়ার কথা, তারিখটা এখনো চূড়ান্ত হয়নি।