অমিতাভ-রেখা থেকে সালমান-ক্যাটরিনা, সাবেক প্রেমিকার সঙ্গে পর্দায় জুটি হয়েছেন যাঁরা
বলিউডে অনেক তারকাই পর্দায় প্রাক্তনের সঙ্গে অভিনয় করতে চান না। তবে কোনো তারকার আবার আপত্তি নেই। এই তালিকায় অমিতাভ-রেখা, রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোনসহ অনেকেই আছেন। ভারতীয় গণমাধ্যম মিড ডে অবলম্বনে জেনে নেওয়া যাক তাঁদের গল্প।
অমিতাভ বচ্চন-রেখা (সিলসিলা)
অমিতাভ বচ্চন ও রেখার প্রেম নিয়ে কত যে গুজব রটেছে তাঁর ইয়ত্তা নেই। জয়া ভাদুরিকে বিয়ের আগে রেখার সঙ্গে প্রেম করেছেন অমিতাভ—এমনটাই মনে করা হয়। অনেকেই ভেবেছিলেন, বিয়ের পর আর রেখার সঙ্গে অভিনয় করবেন না ‘বিগ বি’।
কিন্তু সবাইকে অবাক করে যশ চোপড়ার ‘সিলসিলা’ সিনেমায় অভিনয় করেন তিনি। মজার ব্যাপার, ছবিতে ছিলেন জয়া বচ্চনও।
শিল্পা শেঠি ও অক্ষয় কুমার (ধড়কান)
‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’র শুটিংয়ের সময় অক্ষয় কুমার ও শিল্পা শেঠির প্রেম ছিল বলিউডের অন্যতম চর্চিত বিষয়। তবে ২০০০ সালে তাঁদের সম্পর্কে ভেঙে যায়। তবে এরপরও ‘ধড়কান’ ছবিতে দেখা যায় তাঁদের।
রাভিনা ট্যান্ডন ও অক্ষয় কুমার (ওয়েলকাম ৩)
ক্যারিয়ারের শুরুর দিকে অনেক নায়িকার সঙ্গেই অক্ষয় কুমারের প্রেমের গুঞ্জন শোনা গেছে। তাঁদের মধ্যে আরও একজন রাভিনা ট্যান্ডন।
এমনও শোনা যায়, তাঁদের বাগদান পর্যন্ত হয়ে গিয়েছিল! সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত তাঁদের এক সিনেমায় দেখা যায়নি। তবে ২০ বছর পর তাঁদের পর্দায় আবার দেখা যাবে ‘ওয়েলকাম ৩’ সিনেমায়।
আনুশকা শর্মা ও রণবীর সিং (দিল ধড়কনে দো)
ক্যারিয়ারের শুরুর দিকে হিট সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’-এ অভিনয় করেছিলেন আনুশকা শর্মা ও রণবীর সিং। তখনই তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু ২০১১ সালের আইফা অ্যাওয়ার্ডসের সময় তাঁদের প্রেম ভেঙে যায়। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পরও ২০১৫ সালে ‘দিল ধড়কনে দো’ সিনেমা অভিনয় করেন দুজন। পরে অবশ্য আর কোনো সিনেমায় দেখা যায়নি রণবীর সিং ও আনুশকাকে।
রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ও তামাশা)
এই দুই তারকার প্রেম নিয়ে একটা সময় প্রায় প্রতিদিনই খবর হয়েছে। শুটিং সেট, রেস্টুরেন্ট থেকে বাড়ি—তাঁদের পেছনে পাপারাজ্জিরা লেগেই থাকতেন। তবে ২০০৭ সালে শুরু হওয়া রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের মধ্যে সম্পর্ক ভেঙে যায় দুই বছর পরই।
বাস্তবে সম্পর্ক না থাকলেও পর্দায় ঠিকই জুটি হয়েছেন তাঁরা। তা-ও একাধিক সিনেমায়। রণবীর ও দীপিকাকে দেখা গেছে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘তামাশা’ সিনেমায়।
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ (জগ্গা জাসুস)
‘জগ্গা জাসুস’ সিনেমাটি শেষ হতে অনেক সময় লেগেছে। এর অন্যতম কারণ ছিল, এ সিনেমার জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক ভেঙে যাওয়া। শেষ পর্যন্ত দুজনই ছবিটি শেষ করেন।
যদিও পরে ক্যাট জানিয়েছিলেন, রণবীরের সঙ্গে আর কখনো অভিনয় করবেন না। ২০১০ সালে রোমান্টিক কমেডি সিনেমা ‘আজব প্রেম কি গজব কাহানি’র শুটিংয়ের সময় ক্যাট ও রণবীর প্রেমে পড়েন। তাঁদের সম্পর্ক টিকেছিল ২০১৬ সাল পর্যন্ত।
কারিনা কাপুর ও শহীদ কাপুর (জব উই মেট)
কারিনা কাপুর খান ও শহীদ কাপুরের প্রেম নিয়েও কম চর্চা হয়নি। একটা সময় মনে করা হয়েছিল, তাঁদের বিয়ে সময়ের ব্যাপারমাত্র। তবে সবাইকে অবাক করে ২০০৭ সালে কারিনা ও শহীদের সম্পর্ক ভেঙে যায়। তবে প্রেম না থাকলেও ঠিকই ‘জব উই মেট’ করতে রাজি হন তাঁরা। ভাগ্যিস রাজি হয়েছিলেন, না হলে কী এমন একটা সিনেমা পাওয়া যেত।
ক্যাটরিনা কাইফ ও সালমান খান (টাইগার ফ্র্যাঞ্চাইজি ও ভারত)
রণবীর কাপুরের আগে সালমান খানের সঙ্গে প্রেম ছিল ক্যাটরিনা কাইফের। ২০০৫ সালে শুরু হওয়া এই সম্পর্ক চলে পরের চার-পাঁচ বছর। অনেকেই ভেবেছিলেন, তাঁদের আর পর্দায় দেখা যাবে না। যেমনটা হয়েছিল ঐশ্বরিয়া রাইয়ের ক্ষেত্রে। কিন্তু ‘টাইগার’ ফ্রাঞ্চাইজিতে ঠিকই অভিনয় করেন দুজন। এ ছাড়া তাঁদের দেখা যায় ‘ভারত’ সিনেমাতেও।