অভিনয় থেকে বিদায় নিচ্ছেন এই পাকিস্তানি অভিনেত্রী
অভিনয়ের দুনিয়াকে বিদায় বলছেন উঠতি পাকিস্তানি অভিনেত্রী ইয়াশমিরা জান। খবর এআরআই নিউজের
এআরআই টিভিতে প্রচারিত জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ঘাইর’–এ অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন ইয়াশমিরা। সিরিজটি পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশের দর্শকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
এটিই তাঁর ক্যারিয়ারের শেষ কাজ হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তিনি পাকিস্তানি অভিনেতা শাব্বির জানের মেয়ে ইয়াশমিরা দেশটির তরুণ তারকাদের একজন।
সম্প্রতি অভিনেতা, নির্মাতা ইয়াসির নাওয়াজের সঙ্গে এক ইউটিউব ভ্লগে অভিনয় ছাড়ার বিষয়টি খোলাসা করেছেন ইয়াশমিরা জান। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘বেশ কয়েকটি কারণ আমি অভিনয় ছাড়ছি। এর মধ্যে সবচেয়ে বড় কারণ, আমি উচ্চশিক্ষা গ্রহণে মনোযোগ দিতে চাই। পাশাপাশি পরিবারের প্রতিও দায়িত্ব রয়েছে।’
এ বছরের শুরুর দিকে বিয়ে সেরেছেন ইয়াশমিরা জান। তাঁর স্বামী রাশির বিন আমির পেশায় একজন চিকিৎসক।
‘ঘাইর’ ধারাবাহিকে ইয়াশমিরা জান ছাড়াও উসামা খান ও আদিল হোসাইনসহ আরও অনেকে অভিনয় করেছেন। ধারাবাহিকটি পরিচালনা করেছেন ইয়াসির নাওয়াজ। প্রতি শুক্রবার ও শনিবার এআরআই ডিজিটালে ধারাবাহিকটি প্রচারিত হয়।