‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে নারীর মৃত্যু, ৩ জন গ্রেপ্তার
একদিকে ‘পুষ্পা ২’ ছবির সাফল্যের জোয়ারে ভাসছেন অভিনেতা আল্লু অর্জুন। অন্যদিকে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে এক নারীর মৃত্যু ঘিরে মর্মাহত তিনি। হায়দরাবাদের রেবতী নামের এক নারীর মৃত্যুর মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল।
এখানে শো চলাকালীন হঠাৎই আল্লু অর্জুন সবাইকে চমকে দিতে তাঁর নিরাপত্তাকর্মীসহ হাজির হয়েছিলেন। এদিনের প্রিমিয়ার শো ভিড়ে ঠাসা ছিল। আল্লু অর্জুন হঠাৎই আসার ফলে তাঁকে একঝলক দেখার জন্য প্রেক্ষাগৃহের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আর তখন ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছরের রেবতী।
তাঁর সঙ্গে ছিলেন ১৩ বছরের শ্রীতেজ। এদিনের দুর্ঘটনার শিকার হয়েছিল কিশোর শ্রীতেজ। সে গুরুতর আহত হয়েছিল। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গিয়েছিল শ্রীতেজ। বিধাননগরের দুর্গা ভাই দেশমুখ হাসপাতালে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়েছিল শ্রীতেজকে।
এ ঘটনায় চিক্কদপল্লী পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তাঁর নিরাপত্তা দল এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করেছে রেবতীর পরিবার। তাঁদের বক্তব্য, আল্লুর আগমনের কোনো আগাম খবর দেওয়া হয়নি। প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে রেবতীর পরিবারের অভিযোগ। পুলিশ এ দুর্ঘটনার তদন্তে নামে। এ মামলায় অভিযুক্ত তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সন্ধ্যা থিয়েটারের মালিক, নিরাপত্তাপ্রধান আর ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। বিএনএস অধিনিয়মের ধারা ৩(৫) ১০৫ এবং ১১৮(১) অনুযায়ী পুলিশ মামলা করেছে।
এই খবরে এখন স্বস্তির নিশ্বাস ফেলছেন আল্লু অর্জুনের ভক্তরা। এএনআই তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছে।
এই ভিডিওতে চিক্কদপল্লী পুলিশ স্টেশনের এসিপি এল রমেশ কুমার বলেছেন, ‘আজ তদন্তের সময় আমরা এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছি। আমরা তাদের গ্রেপ্তার করে আদালতে পেশ করেছি। আদালত তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। প্রয়াতের ছেলে আহত হয়েছিল এবং এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ছেলেটির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনো বিপদমুক্ত হয়নি।’
এদিকে আল্লু অর্জুন তাঁর ভক্তের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। আর তিনি রেবতীর পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।
৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি। এরই মধ্যে আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি বক্স অফিসের দৌড়ে অনেক বড় ছবিকে পেছনে ফেলে দিয়েছে। ইতিমধ্যে ছবিটি দুনিয়াজুড়ে প্রায় ৮০০ কোটির কাছাকাছি ব্যবসা করে ফেলেছে।