২৬৬ কোটির নেকলেস পরে আলোচনায় প্রিয়াঙ্কা
গত সোমবার রাতে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত হয়েছে ‘মেট গালা’। এ আসরে হলিউডের তারকাদের পাশাপাশি আলো ছড়িয়েছেন বলিউডের তারকারাও। এবারের মেট গালায় তৃতীয়বারের মতো অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কালো অফ শোল্ডার স্লিট গাউন আর ভ্যালেন্টিনো গাউনের সঙ্গে তিনি পরেছিলেন অপেরা গ্লাভস, হীরার নেকলেস আর কানের দুল।
আপনি জানেন কি, প্রিয়াঙ্কা চোপড়ার গলার এই হীরার নেকলেসের দাম কত? ২৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ২৬৬ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা। এই নেকলেস নির্মাণ করেছে ইতালির জুয়েলারি ব্র্যান্ড ‘বুলগারি’। ‘বুলগারি’র শুভেচ্ছাদূত হিসেবে ‘মেট গালা’য় অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। সেই সুবাদে তাদের তৈরি করা একটি বিশেষ নেকলেস পরেছিলেন তিনি। খবর এনডিটিভির
ভোগ ইন্ডিয়ার তথ্যমতে, শিকলের মতো নকশা, ছোট ছোট হীরার সমন্বয়ে তৈরি এই হার। মাঝে বড় লকেট প্রায় ১১ দশমিক ১৬ ক্যারেটের হীরা দিয়ে তৈরি এই নেকলেস।
যেটি বুলগারি ব্র্যান্ডের গয়নায় থাকা সবচেয়ে বড় ও দামি নীল হীরা। ১২ মে জেনেভায় এই নেকলেস নিলামে তোলা হবে। এর বিক্রয়মূল্য ধরা হচ্ছে ২৫ মিলিয়ন ডলার বেশি।
এর আগে মেট গালার আসরেই স্বামী নিক জোনাসের সঙ্গে পরিচয় হয় প্রিয়াঙ্কার। এরপর তাঁদের মধ্যে প্রেম হয় এবং তাঁরা বিয়েও করেন। তাঁদের সংসারে রয়েছে এক সন্তান। এবার আসরে মেট গালার রেড কার্পেটে স্বামী নিক জোনাসের সঙ্গে হাঁটেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার সঙ্গে সামঞ্জস্য রেখে নিক জোনাস পরেছিলেন কালো চামড়ার ব্লেজার, সাদা শার্ট, কালো স্ট্রেট ফিট প্যান্ট আর কালো টাই।
সম্প্রতি মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত ওয়েব সিরিজ ‘সিটাডেল’। সামনে হলিউডের সিনেমা ‘লাভ অ্যাগেইন’–এ দেখা যাবে তাঁকে। এ ছাড়া বলিউডের ফারহান আখতারের সিনেমা ‘জি লে জারা’তেও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।