আল্লু অর্জুন-রামচরণের জাদু এবার বড় পর্দায়
কোভিডের পর থেকে ভারতজুড়ে দক্ষিণি ছবি দাপট দেখাচ্ছে। এমনকি বিদেশের মাটিতেও দক্ষিণি ছবিকে ঘিরে উন্মাদনা দেখা যাচ্ছে। শুধু দক্ষিণি ছবি নয়, দক্ষিণি তারকাদের জনপ্রিয়তা হু হু করে বেড়েই চলেছে। ‘আরআরআর’, ‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘বিক্রম’ ছবিগুলো বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। ‘পুষ্পা’ ও ‘আরআরআর’ ছবির পর দর্শকেরা মজেছেন আল্লু অর্জুন ও রামচরণে। তাই দক্ষিণি প্রযোজক তথা পরিচালক আল্লু অরবিন্দ এই দুই প্যান ইন্ডিয়া সুপারস্টারকে একসঙ্গে বড় পর্দায় আনার কথা ভাবছেন।
২০১৪ সালে আল্লু অর্জুন আর রামচরণ একসঙ্গে রুপালি পর্দায় এসেছিলেন। তেলেগু অ্যাকশন–থ্রিলারধর্মী ছবি ‘ইভাদু’-তে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। শুধু তা–ই নয়, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল এই তেলেগু ছবি। তবে ‘ইভাদু’ ছবিতে রামচরণ ছিলেন মূল ভূমিকায়। আর আল্লু অর্জুন এই ছবিতে এসেছিলেন ক্যামিও হিসেবে।
তবে এবার এই দুই তারকাকে পুরোদমে একসঙ্গে বড় পর্দায় আনার কথা ভেবেছেন চিত্রনির্মাতা আল্লু অরবিন্দ। দক্ষিণের এই চিত্রনির্মাতা আল্লু অর্জুনের বাবা। সম্প্রতি আল্লু অরবিন্দ জানিয়েছেন যে ছেলে আল্লু অর্জুন আর রামচরণকে একসঙ্গে বড় পর্দায় নিয়ে আসবেন। তিনি এই জুটিকে প্যান ইন্ডিয়া স্তরে আনার কথা ভাবছেন। ইতিমধ্যে ছবির নামও ঠিক করে ফেলেছেন আল্লু অরবিন্দ—‘চরণ-অর্জুন’। আল্লু অরবিন্দ ছবির শীর্ষ নাম নথিবদ্ধ করে ফেলেছেন। তিনি আশাবাদী, আল্লু অর্জুন ও রামচরণের জাদু সবাইকে আবিষ্ট করবে।
রামচরণ ও আল্লু অর্জুন সম্পর্কে ভাই হন। রামচরণ আল্লুর পিসির ছেলে। তাই দুই ভাই মিলে বড় পর্দা দাপাবেন, তা বলার অপেক্ষা রাখে না। আল্লু অর্জুন এখন ‘পুষ্পা টু’ ছবির শুটিংয়ে ব্যস্ত। সবাই ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় কিস্তির জন্য অধীর অপেক্ষায় আছেন।