৩৯৫ কোটি আয়েও ব্যর্থ প্রভাস

দক্ষিণের জনপ্রিয় অভিনেতাদের একজন তিনি। যাঁর সিনেমা মানেই ভক্ত, সমালোচকদের নড়েচড়ে বসা। তাঁর সিনেমা মুক্তির পরেই চলে আসে আলোচনায়। এস এস রাজমৌলির হাত ধরে যাঁর উত্থান। বলা যায়, দুই দশকের ক্যারিয়ারের একের পর এক রাজত্ব করে যাচ্ছেন। এই অভিনেতা প্রভাস। আজ ২৩ অক্টোবর তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে প্রবাসের আয় করা সেরা ১০টি সিনেমা দেখে নিতে পারেন ছবির গল্পে।
১ / ১০
এই তালিকায় শীর্ষে রয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ সিনেমাটি। ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটির আয় ১ হাজার ৮১৪ কোটি রুপি। সিনেমাটি ভারতে অলটাইম ব্লকবাস্টারের তালিকায় জায়গা করে নিয়েছে।
ছবি: আইএমডিবি
২ / ১০
চলতি বছর মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’র বাজেট ৫৫০ কোটি রুপি। সিনেমাটির আয় ১ হাজার ৫০ কোটি রুপি। আয়ে দুই নম্বরে রয়েছে সিনেমাটি।
ছবি: আইএমডিবি
৩ / ১০
‘বাহুবলী: দ্য বিগিনিং’এই তালিকায় তিন নম্বরে রয়েছে। ১৮০ কোটি বাজেটের এই সিনেমার আয় ৬৩২ কোটি রুপি।
ছবি: আইএমডিবি
৪ / ১০
গত বছরের বক্স অফিসের আলোচিত সিনেমা ‘সালার’। সিনেমাটির বাজেট ৩০০ কোটি রুপি। বক্স অফিসে আয় ৬২৩ কোটি রুপি।
ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
আইএমডিবি রেটিং ৫ হলেও বক্স অফিসে আলোচনায় ছিল প্রবাসের ‘সাহো’। ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটির আয় ৪৪২ কোটি রুপি। ছবি: টুইটার
ছবি: আইএমডিবি
৬ / ১০
গত বছর ৩৯৫ কোটি রুপি আয় করে সিনেমাটি। তবু বক্স অফিসে ব্যর্থ হয় ‘আদিপুরুষ’। সিনেমাটির বাজেটই ছিল ৪০০ কোটি রুপি।
ছবি : আইএমডিবি
৭ / ১০
গত বছর ‘রাধে শ্যাম’ আয় করে ১৫২ কোটি রুপি। যার বাজেট ছিল ৩০০ কোটি রুপি। সিনেমাটি বক্স অফিসে চূড়ান্তভাবে হোঁচট খায়।
ইনস্টাগ্রাম
৮ / ১০
ক্যারিয়ারের শুরুর দিকের ৩৫ কোটি রুপি বাজেটের সিনেমা ‘মিরচি’ আয় করে ৮৭ কোটি রুপি।
ছবি: আইএমডিবি
৯ / ১০
‘মি: পারফেক্ট’ ২০১১ সালে সুপারহিট হয়। সিনেমাটি ১৮ কোটি রুপি বাজেটের। আয় করে ৪৭ কোটি রুপি।
ছবি: আইএমডিবি
১০ / ১০
প্রায় এক যুগেরও বেশি সময়ের আগের সিনেমা ‘রেবেল’ এই তালিকায় ১০ নম্বরে রয়েছে। ৪০ কোটি বাজেটের সিনেমাটির আয় ৪৩ কোটি রুপি।
ছবি: আইএমডিবি