প্রভাসের আতিথেয়তায় মুগ্ধ দীপিকা

প্রভাস ও দীপিকা। কোলাজ

দক্ষিণি তারকা প্রভাসের আতিথেয়তার কথা ফিল্ম পাড়ায় কান পাতলেই শোনা যায়। বিটাউন তারকাদের অনেকেই তাঁর আতিথেয়তায় মুগ্ধ। এবার এ তালিকায় যুক্ত হলো দীপিকা পাড়ুকোনের নাম। নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে জুটি বেঁধে আসছেন প্রভাস ও দীপিকা।

আরও পড়ুন

গত বুধবার মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে ছবি মুক্তির আগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই রাতে এক মঞ্চে বলিউড ও দক্ষিণি তারকাদের সমাগম হয়েছিল। এদিনের অনুষ্ঠানে প্রভাস আর দীপিকা ছাড়াও অমিতাভ বচ্চন, কমল হাসান উপস্থিত ছিলেন।

আগেই জানা গিয়েছিল এই ছবিতে অমিতাভ বচ্চন আসতে চলেছেন ‘অশ্বথামা’র ভূমিকায়। তবে কমল হাসানের চরিত্রকে ঘিরে এখনো পুরোপুরি খোলাসা করেননি নির্মাতারা। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল দক্ষিণি তারকা রানা দাগ্গুবতীকে। রানার সঙ্গে এক খোলামেলা আড্ডায় অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকারা এই ছবি ঘিরে কিছু অভিজ্ঞতা মেলে ধরেছিলেন।

গত বুধবার মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে ছবি মুক্তির আগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে কথা বলছেন দীপিকা। ইনস্টাগ্রাম থেকে

‘বিগ বি’–কে রানা প্রশ্ন করেন, সেটে কীভাবে তাঁরা সময় কাটাতেন? এর জবাবে মজার ছলে অমিতাভ বলেন, ‘সেটে আমরা একে অপরের পা ছোঁয়ার চেষ্টা করতাম।’ প্রভাস হাসতে হাসতে যোগ করেন, ‘অমিতাভ বচ্চনের পা প্রথমবার ছোঁয়ার পর উনি দ্বিতীয়বার তা না করার কথা বেশ কড়াভাবে বলেছিলেন। তিনি আমাকে রীতিমতো হুমকির সুরে বলেছিলেন, আবার যদি পা ছুঁই, তিনি আমার পা ছোঁবেন।’

দীপিকা পাড়ুকোন
এএনআই

এই প্যান ইন্ডিয়া তারকা অমিতাভ বচ্চনকে নিয়ে নিজের ছেলেবেলার স্মৃতিও স্মরণ করেন। তিনি বলেন, ‘ছোটবেলায় দেখেছি যে দক্ষিণে সব লম্বা পুরুষকে “অমিতাভ বচ্চন” বলে ডাকা হতো। আমি তাঁর প্রায় সব ছবি সমান আগ্রহ নিয়ে বারবার দেখেছি। অমিতাভ বচ্চনের মতো চুলের স্টাইল তখন তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল। তাঁর সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

এ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে কমল হাসানকে। তিনি ছবিটি নিয়ে বলেন, ‘নাগ অশ্বিন আমার কাছে প্রথম যখন এই কাহিনি নিয়ে এসেছিলেন, মনে হয়েছিল নেশা করে এসেছেন বোধ হয়। তাঁকে দেখতে যতটা সাধারণ মনে হয়, তাঁর কাহিনি আমার ততটাই অসাধারণ মনে হয়েছে।’

সিনেমার পোস্টারে দীপিকা। ইনস্টাগ্রাম থেকে

এদিনের অনুষ্ঠানের একপর্যায়ে অশ্বিন ছবির প্রথম টিকিট অমিতাভের হাতে তুলে দেন। ‘বিগ বি’ এই টিকিট আবার কমল হাসানের হাতে তুলে দেন। কমল হাসান তখন মজা করে বলেন, ‘এই মুহূর্তটা কয়েক দশক আগে এলে ভালো হতো। কারণ, “শোলে” ছবির টিকিটের জন্য আমি তিন সপ্তাহ অপেক্ষা করেছিলাম। ওই সময় যদি প্রথম দিনের প্রথম শো-এর টিকিট পেতাম, তাহলে সত্যি ভালো হতো।’

দীপিকাকে ধন্যবাদ জানিয়ে প্রভাস বলেন, ‘দীপিকা সুন্দরী, অভিনেত্রী হিসেবে দুর্দান্ত; সবচেয়ে বড় কথা তিনি সুপারস্টার। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।’ এদিকে দীপিকাও হেসে প্রভাসের আতিথেয়তার গুণগান করেন। অভিনেত্রী বলেন, প্রভাস রোজ সেটে বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন। সে এলাহি আয়োজন থাকত। মনে হতো যেন ক্যাটারিং সার্ভিস। প্রভাসের কাছের মানুষেরা জানেন যে উনি হৃদয় থেকে সবাইকে খাওয়ান।
২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮ এডি’।