সিনেমা ফ্লপ, ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে সালমান খান বলেছিলেন, ‘যদি এই সিনেমা না চলে, তাহলে এই সিনেমার পুরো খরচ আমি দিব।’ এটিই প্রথম নয় এর আগেও সিনেমা ফ্লপের দায়ভার নিয়ে ক্ষতিপূরণ দিয়েছেন বলিউড তারকারা। এই তালিকায় রয়েছে শাহরুখ খানের নামও। দেখে নেওয়া যাক, কে কত টাকা ক্ষতিপূরণ দিয়েছেন।

সালমান খান
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার বক্স অফিসের অবস্থা তেমন ভালো নয়। ফ্লপ হলে সালমান খানের কথামতো সিনেমা নির্মাণের খরচটা তাঁকেই বহন করতে হবে।

কিসি কা ভাই কিসি কি জান’ –এর একটি দৃশ্য
ছবি: ফেসবুক থেকে

তবে এর আগেও সালমান খান সিনেমা ফ্লপ হওয়ায় ক্ষতিপূরণ দিয়েছিলেন। তাঁর অভিনীত সিনেমা ‘টিউবলাইট’ ফ্লপ হলে প্রযোজনা প্রতিষ্ঠানকে ৫৫ কোটি রুপি ফেরত দিয়েছিলেন তিনি।

শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খানের সর্বশেষ সিনেমা ‘পাঠান’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও তাঁর অভিনীত সিনেমাও ফ্লপ হয়েছিল।

শাহরুখ খান
টুইটার

আর এর জন্য শাহরুখ প্রযোজনা প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেন। তাঁর অভিনীত ‘দিলওয়ালে’ ও ‘জিরো’ সিনেমা দুটো বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। পরে শাহরুখ খান প্রযোজকদের ডিস্ট্রিবিউশন খরচের ৫০ শতাংশ ফেরত দেন।

আরও পড়ুন

এ ছাড়া ‘জব হ্যারি মেট সেজাল’ সিনেমাটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এ জন্য ডিস্ট্রিবিউশন খরচের ৩০ শতাংশ অর্থ ফিরিয়ে দেন শাহরুখ।

আমির খান
বয়কট ট্রেন্ডিংয়ের মুখে আমির খানের সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী ছিলেন আমির। কেননা, সিনেমাটি নির্মাণ করা হয়েছিল তাঁর প্রিয় হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’ থেকে।

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিটি দর্শক টানতে ব্যর্থ হয়েছে
আইএমডিবি

প্রিয় সিনেমা বক্স অফিসে সাফল্য না পাওয়ায় ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দেন আমির।

বিজয় দেবরাকোন্ডা
‘লাইগার’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল দক্ষিণের তারকা বিজয় দেবরাকোন্ডার। কিন্তু সবাইকে হতাশ করলেন তিনি।

‘লাইগার’ ছবিতে বিজয়ের সঙ্গে অনন্যা
ছবি: ইনস্টাগ্রাম

১০০ কোটি বাজেটের সিনেমা আয় করতে পারল মাত্র ৬০ কোটি রুপি। এতে করে প্রযোজনা প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হয়। এই ক্ষতির কিছুটা পুষিয়ে দিতে বিজয় তাঁর পারিশ্রমিক থেকে ফেরত দেন ছয় কোটি রুপি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া