হিন্দি সিনেমা ফ্লপ হওয়ার কারণ

চলতি বছর হিট হওয়া ‘ব্রহ্মাস্ত্র’ ছবির একটি দৃশ্য
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

চলতি বছর দুঃসময় পার করছে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি। হাতে গোনা কয়েকটা ছাড়া বাকি সব ছবিই ফ্লপ। এত ছবি ফ্লপ হওয়ার কারণ হিসেবে অনেকেই নিজের মতামত তুলে ধরেছেন। কিছুদিন আগেই একই প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন পরিচালক অনুরাগ কশ্যপ, প্রযোজক ও পরিচালক করণ জোহর, অভিনেতা অক্ষয় কুমার। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।

বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকী

সম্প্রতি নওয়াজুদ্দিন ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিন্দি সিনেমা ফ্লপ হওয়ার জন্য অভিনয়শিল্পীদের অতিরিক্ত পারিশ্রমিক নেওয়াকে দায়ী করেন। এই অভিনেতা মনে করেন, অভিনেতাদের অতিরিক্ত পারিশ্রমিক দিতে গিয়ে ছবির বাজেটও বেড়ে যায়। আর এতে ছবি ফ্লপ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তিনি বলেন, শতকোটি টাকা পারিশ্রমিক নেওয়া নায়কেরা সিনেমার ক্ষতি করছেন।

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় পারিশ্রমিক কমানোর ঘোষণা দিয়েছেন অক্ষয় কুমার
টুইটার

নওয়াজ মনে করেন, অল্প বাজেটে তৈরি ভালো সিনেমা কখনো ফ্লপ হয় না। তাঁর মতে, সিনেমার বাজেট যখন তার সীমা অতিক্রম করবে, তখন সেই সিনেমা ফ্লপ হবেই। তিনি বলেন, অভিনেতা, পরিচালক ও গল্প লেখক অসফল হন না, যদি না ছবির বাজেট তার নির্দিষ্ট পরিমাণ অর্থকে ছাড়িয়ে যায়।

নওয়াজ আরও বলেন, অর্থ সব সময় ছোটে ভালো গল্পের পেছনে। যার কাছে ভালো একটা চিত্রনাট্য থাকবে, প্রযোজকেরা তার পেছনে অর্থ ব্যয় করেন। একটা ভালো গল্প একটা ছবি সুপারহিট করতে পারে। এ কারণে চিত্রনাট্যকারদের ভালো গল্পের ওপর জোর দিতে বলেন তিনি।

নওয়াজুদ্দিন সিদ্দিকী

অনেক তারকা পারিশ্রমিকের পাশাপাশি ছবির আয়ের লভ্যাংশ থেকেও ভাগ পান। এ নিয়ে নওয়াজের মন্তব্য, শিল্পীর কাছে শিল্পের গুরুত্বই সবচেয়ে বেশি হওয়া উচিত। তিনি মনে করেন, ছবির আয়–ব্যয়ের হিসাব দেখবেন প্রযোজক। এ বিষয়ে একজন অভিনেতার ভাবা উচিত নয়। আর এই ভাবনাকে শিল্পের দুর্নীতি হিসেবে মনে করেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত এই অভিনেতা।

নওয়াজুদ্দিন সিদ্দিকীর ‘হাড্ডি’ সিনেমার প্রথম মোশন পোস্টার প্রকাশ
ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই নওয়াজুদ্দিন তাঁর নতুন ছবি ‘হাড্ডি’র লুক প্রকাশ করে চমকে দিয়েছিলেন সবাইকে। অজয় শর্মা পরিচালিত এ ছবিতে বৃহন্নলা চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটি আগামী বছর মুক্তি পাবে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন