আমার ক্যারিয়ারের সব কৃতিত্ব নারী সহকর্মীদের: শাহরুখ খান
শাহরুখ খানের নারী ভক্তের সংখ্যা উপমহাদেশের সমকালীন যেকোনো তারকার চেয়ে বেশি। ৯ থেকে ৯০ শাহরুখের অনুরাগী। মুম্বাইয়ে শাহরুখের বাড়ির সামনে গেলে দেখা যায় সারাক্ষণ ভক্তরা ভিড় করছেন, যাঁদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। এমনকি বলিউডের নারী তারকারাও শাহরুখের অনুরাগী।
সারা জীবন আমি প্রচুর মানুষের সঙ্গে মিশেছি। মেয়েদের সঙ্গে গল্প করেছি। নেচেছি, কবিতা বলেছি, মজা করেছি এবং মজার মজার কথা বলেছি। তবে আমার প্রতি অনুরাগের কারণ এটি নয়। কিংবা আমার চেহারার জন্য তো নয়ই; বরং নারীদের সম্মান দিই—এই একটি কারণে যে তাঁরা আমায় পছন্দ করেন।
নিজের ক্যারিয়ারের এ সাফল্যের পেছনে সম্পূর্ণ কৃতিত্ব নারী সহকর্মীদের দিয়েছেন শাহরুখ। আজ শনিবার বলিউড বাদশাহর ৫৮তম জন্মদিনে আবারও আলোচনায় এসেছে ২০১৬ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া শাহরুখের সাক্ষাৎকার। যেখানে ক্যারিয়ারে নারী তারকাদের অবদান তুলে ধরেন এ অভিনেতা।
শাহরুখ বলেন, ‘প্রথমে আমি আমার বাবাকে হারাই, এরপর মাকে। আমার ক্যারিয়ারে যদি কেউ অবদান রেখে থাকেন, তা হলো আমার জীবনের নারীরা (অভিনেত্রীরা)। আমার ক্যারিয়ারে তাঁদের অবদান বলে শেষ করা যাবে না। আজ আমার যতটা অর্জন, তা তাঁদের জন্যই।
একটা বিষয় আমাকে বেশ কষ্ট দেয়, প্রতিটি কাজে তাঁরা সর্বোচ্চ উজাড় করে দিলেও বেশির ভাগ ক্ষেত্রে আমিই সব কৃতিত্ব কেড়ে নিই। আজ আমি শাহরুখ খান, তাঁদের কেউই কিন্তু শাহরুখ খান হননি। আমি চাই তাঁদেরও সেই সম্মান দেওয়া হোক।’
মাধুরী দীক্ষিত, জুহি চাওলা এবং কাজলের মতো অভিনেত্রীদের উদাহরণ দিয়ে শাহরুখ খান বলেন, ‘মাধুরী দীক্ষিতের সঙ্গে যখন নাচের দৃশ্যে পারফর্ম করেছি, তখন আমি শুধু তাঁর সঙ্গে সঙ্গ দিয়ে গেছি, সব সামলে নিয়েছে মাধুরী। জুহি চাওলা আমাকে শিখিয়েছে কীভাবে কমিক টাইমিং করতে হয়, আর কাজল শিখিয়েছে কীভাবে কাঁদতে হয়। তারা গাধার মতো খাটুনি খাটার পরও, ছবির শেষে সবার মুখে শুধু আমার নামই আলোচনায় থাকে। তারকাখ্যাতি আমি হয়তো কখনো অস্বীকার করতে পারব না, কিন্তু এটা আমার পক্ষে কখনো ভুলে যাওয়া সম্ভব নয়, নারীদের জন্যই আমি এতটা আসতে পেরেছি।’
শাহরুখ দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সম্মান দিয়েই নারীদের মন জয় করা যায়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা ঠিক, আমি জানি কীভাবে প্রেম করতে হয়। নারীরা আমায় কেন পছন্দ করেন, সেটিও আমি বুঝে গেছি। এর কারণ আছে। আমি ভালোবাসা আদায় করি। তাঁদের মন জয় করি, করতে পারি। এর মূলমন্ত্র, যেকোনো বয়সের নারীর সঙ্গেই আমার দেখা হোক না কেন, আমি তাঁদের এত সম্মান দিই যে সবাই আমায় ভালোবেসে ফেলেন।’
শাহরুখ খানের সিনেমার শুটিংয়ে সহ-অভিনেত্রী কিংবা ছবির প্রচারেও দেখা গেছে তিনি নারীদের সম্মান করেন। নারী ভক্তদের সঙ্গেও তাঁর ব্যবহার চোখে পড়ার মতো। শাহরুখের ভাষ্য, ‘সারা জীবন আমি প্রচুর মানুষের সঙ্গে মিশেছি। মেয়েদের সঙ্গে গল্প করেছি। নেচেছি, কবিতা বলেছি, মজা করেছি এবং মজার মজার কথা বলেছি। তবে আমার প্রতি অনুরাগের কারণ এটি নয়। কিংবা আমার চেহারার জন্য তো নয়ই; বরং নারীদের সম্মান দিই—এই একটি কারণে যে তাঁরা আমায় পছন্দ করেন।’ শাহরুখের মতে, নারীরা শুধু সম্মানই পেতে চান, সম্মান পেলে তবেই নারীর সম্মান মেলে, ভালোবাসা মেলে।
শাহরুখ বলেন, ‘হতেই পারে তাঁদের জৈবিক চাহিদা রয়েছে। কিন্তু নারীরা পুরুষের কাছ থেকে সম্মানটা সবচেয়ে বেশি আশা করেন। আমি সেটাই দেওয়ার চেষ্টা করি।’