এই বয়সে টুকটাক কাজ পাচ্ছি এই তো অনেক, কেন এমন বললেন অমিতাভ
‘পরিবারের সঙ্গই সেরা সঙ্গ, যখন কেউ থাকে না তখনো পরিবার পাশে থাকে। এই পারিবারিক বন্ধন ধরে রাখার কারিগর একজন নারী। মা, স্ত্রী, বোন অথবা মেয়ে। পরিবারের সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য একজন নারী, ‘বলছিলেন অমিতাভ বচ্চন। আগামী ১১ অক্টোবর যিনি পা দেবেন আশিতে। ঠিক তার তিন দিন আগেই, তাঁকে সম্মান জানিয়ে মুক্তি পাবে নতুন চলচ্চিত্র ‘গুডবাই’।
বিকাশ বেহেলের ছবিটির ট্রেলার মুক্তি পেল সম্প্রতি। এ উপলক্ষে মুম্বাইয়ের জুহুর একটি সিনেমা হলে সাংবাদিকদের জন্য বিশেষ প্রদর্শনী ও মতবিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বড় পর্দায় দেখানো হয় ট্রেলারটি। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে ট্রেলারটি দেখে কারও বুঝতে বাকি রইল না—অমিতাভের নেতৃত্বে ছবিটিতে মূলত জেনারেশন গ্যাপের গল্পই শুনিয়েছেন পরিচালক। অমিতাভ ছাড়াও ছবিতে আছেন রাশমিকা মান্দানা, নীনা গুপ্তা, পাভেল গুলাটি ও সুনীল গ্রোভার।
অনুষ্ঠানে পরিচালক ও অন্য শিল্পীরা থাকলেও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ায় থাকতে পারেননি অমিতাভ। তবে পুরো আয়োজনে তিনি যুক্ত ছিলেন ভার্চ্যুয়ালি। উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। জুহুর যে সিনেমা হলে ‘গুডবাই’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানটি হয়, সেটি অমিতাভের বাসভবন জলসার কাছাকাছি। বাড়ির কাছে অনুষ্ঠান হলেও উপস্থিত না থাকার কারণে দুঃখ প্রকাশ করেন অমিতাভ। ছবিটি নিয়ে তাঁর বক্তব্যে উঠে আসে পারিবারিক বন্ধনের কথা। বাবার স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘মনে আছে বাবার শেষকৃত্য সম্পন্ন করে খুব বিষণ্ন মনে নিজের ঘরে বসেছিলাম। আসলে বাবার মৃত্যুতে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। সেই সময় আমার এক বন্ধু এসে বলে, “তোমার তো খুশি থাকার কথা। কারণ, ৬০ বছর পর্যন্ত তুমি বাবার সঙ্গে থাকার সুযোগ পেয়েছ! আর ও বলছিল, আমি তো মাত্র ২৫ বছর পর্যন্ত বাবাকে পেয়েছি।” সেই সময় আমি উপলব্ধি করেছিলাম একজন মানুষের জীবনে গুরুজনের গুরুত্ব কতখানি।’
ট্রেলার দেখে, ছবির গল্প শুনে অনুষ্ঠানে স্থানীয় এক সাংবাদিক প্রশ্ন করেন, ইদানীং আপনার সবগুলো ছবির চরিত্র কাছাকাছি হয়ে যাচ্ছে। এ নিয়ে আপনার মন্তব্য কী? ঘুরিয়ে-পেঁচিয়ে না বলে, অমিতাভ সরাসরি বলে দেন, এই বয়সে টুকটাক কাজ পাচ্ছি এই তো অনেক। এটা তো আমার হাতে না ভাই। পরিচালক আমাকে যে চিত্রনাট্য দেবেন, আমাকে তো সেটাই করতে হবে। তা-ই না?
অমিতাভ বচ্চন ‘গুডবাই’-এর সহ-অভিনেতাদের প্রশংসা করে বলেন, ‘আমরা কখনো কাজ করে পুরোপুরি তৃপ্তি পাই না। নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছি কি না, সেটাই আসল বিষয়। তবে আমি মনে করি, কখনোই সন্তুষ্ট হওয়া উচিত নয়। এটি আরও শেখার পথ বন্ধ করে দেয়। প্রতিটি দিনই আমাদের শেখার সুযোগ।’ মঞ্চে দাঁড়িয়ে থাকা রাশমিকা, সুনীল গ্রোভারের ইঙ্গিত করে তিনি বলেন, ‘ওরা সবাই প্রতিভাবান শিল্পী। শুটিংয়ের সময় ওদের কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু শিখেছি। আজকের প্রজন্মের কাজ দেখে বেশ অবাক লাগে। এরা প্রথম ছবিতেই এত ভালো কাজ করে। এটা করতে আমাদের ৫০ বছর লেগেছে, আমরা এখনো শিখছি। তাদের কাছ থেকে আমরা শিখতে পারি, এটা অনেক বড় পাওয়া।’
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উদ্দেশে অমিতাভ বলেন, ‘আপনারা তো প্রতিদিন অনেক চাপে থাকেন। এ লেখা, সেই লেখা। এখানে যাও, সেখানে যাও। আপনাদের কাজ খুব গুরুত্বপূর্ণ। আমার বিনীত অনুরোধ, আজ রাতে বাসায় গিয়ে মনোযোগ দিয়ে পরিবারকে সময় দিন, কথা বলুন। সবার সঙ্গে একসঙ্গে বসে খান। সারা দিন যেখানে থাকেন না কেন, রাতে গিয়ে বাড়িতে সবার সঙ্গে বসে খাবেন।’
‘গুডবাই’-এর ট্রেলার দেখে বোঝা গেল, ভাল্লা পরিবারের বাচ্চাদের নিয়েই এর গল্প। সহজ-সরল জীবনের অম্ল মধুর গল্প বলবে এই ছবি। মা (নীনা গুপ্তা)র মৃত্যু নিয়ে মেয়ে (রাশমিকা) ও বাবার (অমিতাভ) মধ্যে ঝামেলা হয়। বাবা চান, স্ত্রীর পারলৌকিক কাজ পুরো প্রথাগত রীতি মেনে হবে; কিন্তু মেয়ে প্রশ্ন তোলে এসব রীতি নিয়ে। মায়ের মরদেহের নাকের ভেতরে তুলা গোঁজা নিয়ে তাঁর আপত্তি, বাঁধা নিয়েও আপত্তি!
‘কুইন’খ্যাত বিকাশ বেহেল পরিচালিত ‘গুডবাই’-এর প্রযোজক একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স। ৭ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।