কুখ্যাত গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন শাহরুখ, কিন্তু...

শাহরুখ খানছবি: এএফপি

রামগোপাল ভার্মার বহুল চর্চিত সিনেমা ‘কোম্পানি’। ২০০২ সালে মুক্তি পাওয়া এই ছবি সিনেমাপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল।

আরও পড়ুন

মুক্তির দুই দশক পর জানা গেল নতুন তথ্য, ‘কোম্পানি’তে অভিনয় করার কথা ছিল শাহরুখ খানের! নির্মাতা রামগোপাল ভার্মা নিজেই এ তথ্য জানিয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

পরিচালকের ভাষ্য অনুয়ায়ী সিনেমায় অভিনয় করবেন শাহরুখ খান, এ রকম কথা হয়ে গিয়েছিল।

শাহরুখ খান। এএনআই

কিন্তু নিজের ছবি থেকে ‘বাদশা’কে বাদ দিয়েছিলেন পরিচালক। সাধারণত শাহরুখের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করে থাকেন বহু পরিচালক। কিন্তু এই ছবির জন্য নাকি শাহরুখকে পছন্দ হয়নি পরিচালকের।

শাহরুখের সঙ্গে ছবি নিয়ে কথাও বলেছিলেন পরিচালক। শাহরুখ নাকি এই চরিত্রে অভিনয় করার জন্য বেশ রোমাঞ্চিতও ছিলেন। কিন্তু তারপরও নিজের ছবিতে তাঁকে নেননি রামগোপাল।

রাম গোপাল ভার্মা। ইনস্টাগ্রাম থেকে

এ বিষয়ে নির্মাতা বলেন, ‘একটা সময় দাউদের চরিত্রে আমি শাহরুখকেই চেয়েছিলাম। কিন্তু দেখলাম, ও খুব চঞ্চল প্রকৃতির। মানুষ ওকে অবশ্য ওই জন্যই পছন্দ করে। কিন্তু আমি চেয়েছিলাম, পর্দায় ওকে যেন খুব শান্ত ও গভীর দেখতে লাগে। কিন্তু, শাহরুখকে সেই ভূমিকায় ভালো লাগত না।’

রামগোপাল আরও বলেন, ‘আমি ওর সঙ্গে একবারই দেখা করি। দেখা করে মনে হলো, প্রকৃতিগতভাবে ও এই চরিত্রের জন্য মানানসই নয়।’ তিনি মনে করেন, অজয় দেবগনই দাউদের চরিত্রে মানানসই। পরিচালকের কথায়, ‘অজয়ের চালচলনের মধ্যে একটা মন্থর ব্যাপার আছে। তখন ভাবলাম, ও-ই এই চরিত্রের জন্য যথাযথ।’

‘কোম্পানি’ সিনেমায় অজয় দেবগন
আইএমডিবি

এই ছবিতেই ছোটা রাজনের চরিত্রে অভিষেক বচ্চনকে চেয়েছিলেন রামগোপাল। কিন্তু শেষ পর্যন্ত হাতে বেশ কিছু কাজ থাকায় তাঁরও অভিনয় করা হয়নি এই ছবিতে।