বেকহামের প্রশংসায় শাহরুখ, শাহরুখের প্রশংসায় বেকহাম
ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তিন দিনের ভারত ভ্রমণে এসেছিলেন ফুটবলার বেকহাম। ভারত ছাড়ার আগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘মান্নাত’–এ গিয়েছিলেন কিংবদন্তি এই ব্রিটিশ ফুটবলার। কিং খান নিজে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এক পোস্টের মাধ্যমে কিং খান বেকহামকে ঘিরে তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন।
বেকহামের জন্য শাহরুখ মান্নাত–এ এক জমকালো নৈশভোজের আয়োজন করেছিলেন। বেকহাম কিং খানের আমন্ত্রণ গ্রহণ করে মান্নাত-এ হাজির ছিলেন। এই রাতে শাহরুখের বাসায় যেন চাঁদের হাট বসেছিল। বেকহামের সঙ্গে দেখা করতে বিটাউনের একঝাঁক তারকা এই রাতে মান্নাত-এ হাজির ছিলেন। জনপ্রিয় এই ফুটবলারকে অতিথি হিসেবে পেয়ে শাহরুখ যে আপ্লুত, তা বলার অপেক্ষা রাখে না।
এই বলিউড তারকা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় বেকহামকে ঘিরে একটি সুন্দর পোস্ট করেছেন। বেকহামের সঙ্গে একটি ছবি পোস্ট করে কিং খান এই পোস্টে লিখেছেন, ‘এক আপাদমস্তক ভদ্রলোকের সঙ্গে গতকাল এক আইকন রাত ছিল। আমি সব সময় তাঁর বড় ভক্ত। কিন্তু তাঁর সঙ্গে দেখা করার পর আর শিশুদের সঙ্গে তাঁর হৃদ্যতা দেখে আরও উপলব্ধি করি যে ফুটবলের থেকেও বেশি তাঁর মানবিকতা আর নম্র স্বভাব। বেকহামের পরিবারকে জানাই ভালোবাসা। পরম বন্ধু, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর এবার একটু ঘুমান।’
দেশে ফিরেই শাহরুখকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন বেকহাম। ভালোবাসার ইমোজি দিয়ে শাহরুখের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আপনি অসাধারণ মানুষ। আপনার বাসায় পা রেখে সম্মানিত বোধ করেছি। আপনার সঙ্গে নৈশভোজ সত্যিই উপভোগ করেছি। আমার প্রথম ভারত সফরের শেষ দিনটা আপনার কারণে স্মরণীয় হয়ে থাকবে, আপনাকে ধন্যবাদ। আপনি ও আপনার পরিবার লন্ডনে আমার বাসায় আমন্ত্রিত, যেকোনো দিন, যেকোনো সময়।’
গত বুধবার ফুটবলার বেকহাম মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তিন দিনের ভারত ভ্রমণে এসে এই খ্যাতনামা ফুটবলার বেশ কিছু হাই প্রোফাইল পার্টিতে অংশগ্রহণ করেছিলন। এ ছাড়া তিনি অনেক বলিউড তারকার সঙ্গে দেখা করে সময় কাটিয়েছেন। ১৬ নভেম্বর আম্বানি পরিবার বেকহামকে আমন্ত্রণ জানিয়েছিল। বলিউড অভিনেত্রী সোনম কাপুর আর তাঁর শিল্পপতি স্বামী আনন্দ আহুজাও পার্টি দিয়েছিলেন।