ইন্দিরার আত্মাকে অনুভব করতে চেয়েছেন তিনি

ফাতিমা সানা শেখ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ক্যারিয়ারের শুরুতে বাস্তব চরিত্রকে পর্দায় জীবন্ত করে বাহ্বা কুড়িয়েছিলেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। এবার ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরে চর্চায় অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেছিলেন ফাতিমা। আমির খানের ‘দঙ্গল’ ছবিতে কুস্তিগীর গীতা ফোগটের চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন। এবার মেঘনা গুলজারের ‘শ্যাম বাহাদুর’ ছবিতে তাঁকে ইন্দিরা গান্ধীর মতো এক ঐতিহাসিক চরিত্রে দেখা গেছে।

আরও পড়ুন

ইন্দিরা গান্ধীর ভূমিকায় ফাতিমার অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে ফাতিমা মনে করেন, এমন একটা কাহিনি পর্দায় তুলে ধরা অত্যন্ত জরুরি।

তিনি সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে বলেন, ‘শ্যাম মানেকশর মতো ব্যক্তিত্বের জীবন কাহিনি পর্দায় তুলে ধরা অত্যন্ত জরুরি। তাঁর মতো ব্যক্তির গল্প এ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এখনকার প্রজন্ম হয়তো তাঁর সম্পর্কে সেভাবে জানে না। এই ছবির মাধ্যমে শ্যাম মানেকশ অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবেন। তাঁরা বাস্তব নায়ককে আবিষ্কার করবেন।’

ফাতিমা সানা শেখ
ইনস্টাগ্রাম

পরিচালক মেঘনা প্রসঙ্গে ফাতিমা বলেন, ‘আমাদের এমন এক মানুষের প্রয়োজন, যিনি শ্যাম মানেকশের কাহিনিকে পর্দায় তুলে ধরতে এগিয়ে আসবেন। আর এর জন্য অবশ্যই সাহসের প্রয়োজন। কারণ, তাঁর মতো ব্যক্তিত্বকে পর্দায় আনা অনেক বড় দায়িত্ব ও ঝুঁকির কাজ। শ্যামের জীবন প্রকৃতই “লার্জার দ্যান লাইফ” ধরনের।’

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে ফাতিমা বলেন, ‘এই ছবি আমার জন্য ছিল এক শিক্ষণীয় ভ্রমণ। আমি সত্যিই ভাগ্যবতী যে এ রকম একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। অত্যন্ত নার্ভাস ছিলাম।

অভিনেত্রী ফাতিমা সানা শেখ। এএফপি

আগেও বলেছি, ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করা নিয়ে আমার মনে সংশয় ছিল। কিন্তু মেঘনা আমাকে রাজি করিয়েছেন, ভরসা জুগিয়েছেন। আগে অনেককেই ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখেছি। কিন্তু আমি তরুণ ইন্দিরা গান্ধীকে তুলে ধরেছি।’

‘দঙ্গল কন্যা’ আরও বলেন, ‘ইন্দিরা গান্ধীর ব্যক্তিত্বকে পর্দায় আনা অনেক কঠিন কাজ ছিল। এর আগে সবাই–ই ইন্দিরা হয়ে উঠতে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়েছেন। কিন্তু আমরা প্রস্থেটিকের সাহায্য নিইনি। প্রস্থেটিক ব্যবহার করলে কাজটা কিছুটা সহজ হয়ে যায়। আমার প্রধান কাজ ছিল চরিত্রের আত্মাটাকে অনুভব করা। একবার আত্মাটাকে স্পর্শ করতে পারলেই কেল্লা ফতে। মেঘনা আমাকে এ ব্যাপারে সাহায্য করেছেন।’