জুহুর বাংলো নিলাম নিয়ে মুখ খুললেন সানি

সানি দেওল
ফেসবুক

‘গদার ২’-এর সাফল্যের মাঝে নিজের বাংলো নিলামের খবরে চর্চায় উঠে এসেছিলেন বলিউড তারকা সানি দেওল। সম্প্রতি তিনি এ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভারতের ব্যাংক অব বরোদা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সানি দেওলের বাংলো নিলামে উঠতে চলেছে। এই বলিউড তারকা ব্যাংকের থেকে বিশাল অঙ্কের ঋণ নিয়েছিলেন। ব্যাংককে সানির ৫৬ কোটি ঋণ শোধ করার কথা ছিল। কিন্তু তিনি তা দিতে না পারায় তাঁর বাংলো নিলামের ডাক দিয়েছিল ব্যাংকটি। এ বিজ্ঞপ্তির ২৪ ঘণ্টা পার হতে না হতেই ব্যাংক জানিয়েছে, তারা এ নিলাম প্রত্যাহার করেছে। আর এর কারণ হিসেবে ব্যাংক ‘টেকনিক্যাল’ কারণ দর্শিয়েছিল।

এ প্রসঙ্গে সানি বা দেওল পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য শোনা যায়নি। তবে সম্প্রতি সানি সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে এ নিয়ে মুখ খুলেছেন। এই অভিনেতা ও বিজেপির সংসদ সদস্য বলেন, ‘এ বিষয়ে আমার বক্তব্য একটাই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যা কিছু বলব, লোকে ভুল অর্থ বার করবেন।’

‘গদর টু’র ট্রেলার মুক্তি অনুষ্ঠানে সানি দেওল ও আমিশা প্যাটেল
প্রযোজনা সংস্থার সৌজন্যে

এদিকে ২২ বছর পর ‘গদার’ ছবির সিক্যুয়েল এসে বক্স অফিসে তুমুল দাপট দেখাচ্ছে। সানি-আমিশা প্যাটেলের এ সিনেমা ভারতেই ৪০০ কোটি রুপি ব্যবসা করেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এ সিনেমার সাফল্যের পর সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়ে, জেপি দত্তের সুপারহিট সিনেমা ‘বর্ডার’ আবার তৈরি হচ্ছে। আর সেই সিনেমায় পুরোনো যাঁরা ছিলেন, তাঁদের প্রায় সবাইকে বাদ দিয়ে নতুন প্রজন্মের অভিনেতাদের নিয়ে তৈরি হচ্ছে ‘বর্ডার ২’। এ খবর ছড়িয়ে পড়ার পর সানি নিজে তাঁর ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে স্টোরি আকারে একটি পোস্ট দেন।

সেখানে লেখেন, ‘গদার ২’–এর পর তিনি এখন পর্যন্ত কোনো সিনেমার জন্য সই করেননি। তিনি লিখেছেন, ‘একটি খবর বাজারে ছড়িয়ে পড়েছে, সেখানে দাবি করা হয়েছে, আমি নাকি কয়েকটি ছবির জন্য সই করেছি। কিন্তু “গদার ২”-এর পরে এমন কোনো ছবির জন্য আমি এখনো সই করিনি। এখনো আমি “গদার ২” নিয়ে ভাবছি আর আপনাদের ভালোবাসায় ভরে থাকছি।’ সানি আরও লিখেছেন, ‘আমি এখনো কোনো ছবিতে সই করিনি। এখানেই খুব তাড়াতাড়ি দারুণ খবর জানাব।’

মনীশ ওয়াধওয়া ও সানি দেওল। ইনস্টাগ্রাম