পেয়ারা বিক্রেতার সঙ্গে অদ্ভুত অভিজ্ঞতা প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এস এস রাজামৌলির নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। দক্ষিণ ভারতে এখন চলছে সিনেমার কাজ। গতকাল বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিগুলোতে উঠে এসেছে তাঁর কাজ ও যাপিত জীবনের টুকরো ঝলক। তবে এসবের মধ্যে বিশাখাপত্তনম বিমানবন্দরে তাঁর সঙ্গে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা তিনি শেয়ার করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, একজন নারী পেয়ারা বিক্রেতার সঙ্গে তাঁর পরিচয় এবং সেখানে ঘটে যাওয়া একটি ঘটনার কথা।

ভিডিওতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, একজন নারী পেয়ারা বিক্রেতার সঙ্গে তাঁর পরিচয় এবং সেখানে ঘটে যাওয়া একটি ঘটনার কথা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি বিশাখাপত্তনম বিমানবন্দরের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। এখানেই একজন নারী পেয়ারা বিক্রেতাকে দেখি। আমি কাঁচা পেয়ারা খেতে ভীষণ পছন্দ করি, তাই গাড়ি থামিয়ে দিই।’

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করি, “তোমার সব পেয়ারা তুমি কত দামে বিক্রি করবে?” সে বলে, ১৫০ রুপিতে।

প্রিয়াঙ্কা চোপড়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আমি তাকে ২০০ রুপির একটি নোট দিয়ে বাকিটা রেখে দিতে বলি। কিন্তু সে মানা করে দেয়। আমাকে অপেক্ষা করতে বলে সে সেখান থেকে চলে যায় এবং সিগন্যাল সবুজ হওয়ার আগেই ফিরে এসে আমাকে আরও দুটি পেয়ারা দেয়। আমার বাড়তি টাকা সে নিতে চায়নি, এই ঘটনা আমাকে পুরোপুরি নাড়িয়ে দেয়।’

তবে শুধু ভিডিও নয়, পোস্টে বেশ কিছু ছবিও দেখা যায়, যার মধ্যে প্রথম ছবিতে এক ঝুড়ি পেয়ারার ছবি দেখতে পাওয়া যায়, যে পেয়ারা কিনতে গিয়েই অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছিল অভিনেত্রী।

আরও পড়ুন

এ ছাড়া একটি ছবিতে কখনো আইসক্রিম খেতে দেখা যায় প্রিয়াঙ্কাকে, অন্য একটি ছবিতে ক্রু মেম্বারদের সঙ্গে চিল করতে দেখা যায় অভিনেত্রীকে। কখনো বয়ে যাওয়া নদী, কখনো আবার এক পাল গরু—বহুদিন পর ভারতে এসে গ্রামের এই অপরূপ দৃশ্য যে ভালোই উপভোগ করছেন অভিনেত্রী, তা বলাই বাহুল্য।