ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মারা গেছেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা
ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা কোল্লাম সুধি। আজ সোমবার ভোরে কেরালায় তাঁর মৃত্যু হয়। খবর হিন্দুস্তান টাইমসের
পুলিশ সূত্রকে উদ্ভূত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আজ ভোর পাঁচটার দিকে কেরালার ত্রিশুরের কাছে অভিনেতাকে বহনকারী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতর আহত অভিনেতাকে বাঁচাতে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাঁকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। কোল্লামের সঙ্গে গাড়িতে থাকা আরও অপর তিনজন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
কোল্লাম সুধির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। যে গাড়িটিতে অভিনেতা যাচ্ছিলেন, সেটি দুমড়েমুচড়ে গেছে। সেই ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
টিভি সিরিয়াল ছাড়াও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন কোল্লাম। মূলত কৌতুক অভিনেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মীরা।
২০১৫ সালে ‘কানথারি’ ছবি দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তাঁকে দেখা যায় ‘কাট্টাপ্পানাইয়েলি হৃতিক রোশন’, ‘কেসু এ বিদানতি নাধান’ ইত্যাদি সিনেমায়।