‘নেতিবাচক বিষয় আমাকে প্রভাবিত করে না’
দক্ষিণি সিনেমা ‘আরনমনাই ৪’-এর সাফল্যের জোয়ারে ভাসছেন রাশি খান্না। এ ছবিতে ‘মায়া’ চরিত্রে অভিনয় করে সবার বাহবা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশি কীভাবে সমালোচনা গ্রহণ করেন, তা জানান।
রাশি জানান, দর্শকের প্রতিক্রিয়া তাঁর কাছে অত্যন্ত গুরুত্ব পায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মন দিয়ে রিভিউ পড়ি। কারণ, আমার অভিনয় সম্পর্কে সংবাদমাধ্যমের মতামত জানা জরুরি বলে মনে করি। তবে তার চেয়েও বেশি দর্শকের প্রতিক্রিয়া আমার কাছে গুরুত্ব পায়। কিছুদিন আগেই আমি এক প্রেক্ষাগৃহে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি, আমার ছবির কিছু দৃশ্যে দর্শক চিৎকার করছেন।
সত্যি বলতে, তখন দারুণ লেগেছিল। তবে আমি গঠনমূলক সমালোচনা পছন্দ করি। তাই সব সময় আমার বন্ধু ও পরিবারের সবাইকে বলি ভুলত্রুটি ধরিয়ে দিতে, যেন আমি নিজেকে আরও উন্নত করতে পারি। প্রতিটি ছবিই আমি চ্যালেঞ্জ হিসেবে নিই। না হলে তো এগিয়ে যেতে পারব না।’
রাশি জানান, তিনি আধ্যাত্মিক চেতনায় বিশ্বাসী। নেতিবাচক খবর কীভাবে গ্রহণ করেন, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘কোনো নেতিবাচক বিষয় আমাকে প্রভাবিত করে না।
কোন ছবি চলল আর চলল না, সেসব নিয়ে ভাবি না। সিনেমা থেকে কী পেলাম বা পেলাম না, সেসব নিয়েও চিন্তা করি না। আমি সব সময় শান্ত থাকি। প্রতিটি মুহূর্তের জন্য জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার জীবনে ভালো বা মন্দ যা-ই ঘটুক না কেন, তার জন্য আমি কৃতজ্ঞ থেকেছি। আমার জীবনে সফলতা বা ব্যর্থতা যা-ই আসুক না কেন, আমার মধ্যে কোনো বদল দেখতে পাবেন না। একজন অভিনেতা হিসেবে এটাই আমার প্রাপ্তি।’
সিনেমা ছাড়াও ওটিটিতে নজর কেড়েছেন রাশি। শহীদ কাপুরের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল রাজ ও ডিকের সিরিজ ‘ফরজি’তে।
এ সিরিজে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। ওটিটি, হিন্দি ও দক্ষিণি সিনেমা মিলিয়ে সামনে বেশ কিছু নতুন প্রকল্পে দেখা যাবে অভিনেত্রীকে।