১৮ কেজি ওজন কমিয়েছেন, এক সিনেমার জন্য আর কী করলেন কার্তিক

ছবির পোস্টারে কার্তিক আরিয়ান। অভিনেতার ফেসবুক থেকে

চরিত্রের প্রয়োজনে তারকাদের ওজন কমানো-বাড়ানো নতুন কিছু নয়। তবে কার্তিক আরিয়ানের জন্য ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ অভিনয় ছিল বিশেষ কিছু। রোমান্টিক সিনেমার জন্য পরিচিত এই অভিনেতা এ ছবিতে হাজির হয়েছেন একেবারেই ভিন্নরূপে। গতকাল মঙ্গলবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির পর থেকেই অভিনয়ের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন কার্তিক। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ অভিনয়ে চ্যালেঞ্জ সম্পর্কে।

কবীর খান পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার গল্প ভারতের প্রথম প্যারালিম্পিকে স্বর্ণপদক বিজয়ী পদ্মশ্রী মুরলীকান্ত পেটকরকে নিয়ে। মুরলীর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কার্তিক। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে না পারলেও সমালোচকদের ভূয়সী প্রশংসা পাচ্ছেন কার্তিক। প্রায় সব সমালোচকই বলেছেন, ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ ক্যারিয়ার সেরা অভিনয় করেছেন কার্তিক আরিয়ান।

আরও পড়ুন

প্রায় তিন বছর ধরে ছবিটির জন্য প্রস্তুতি নিয়েছেন কার্তিক। সম্প্রতি চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ছবিটির জন্য নিজের সামর্থ্যের চেয়েও বেশি নিবেদন ছিল তাঁর।

কার্তিক আরিয়ান
ইনস্টাগ্রাম

কার্তিকের ভাষ্যে, ‘চরিত্রটি হয়ে উঠতে সাঁতার, বক্সিং ও রেসলিংয়ে দারুণভাবে দক্ষ হতে হতো। কারণ, মুরলীকান্ত এ সবকিছুতেই খুব ভালো ছিলেন। সাঁতার কাটতে আমার সবচেয়ে বেশি সমস্যা হয়েছে। কারণ, পেশাদার সাঁতার নিয়ে আমার ততটা ধারণা ছিল না।’

চরিত্রটি হয়ে উঠতে বড় ধরনের শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে কার্তিককে।

কার্তিক আরিয়ান
ইনস্টাগ্রাম থেকে

এ প্রসঙ্গে কার্তিক ভ্যারাইটিকে বলেন, ‘নিজেকে আমূল বদলে ফেলতে হয়েছে। শারীরিক পরিবর্তন ছিল খুব চ্যালেঞ্জিং। এ জন্য আমাকে খুব ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে, মানসিকভাবে দৃঢ় থাকতে হয়েছে। আমি মূলত রোমান্টিক অথবা কমেডি সিনেমায় অভিনয় করতাম। কিন্তু এবারই প্রথম এমন কিছু করলাম, যেখানে যুদ্ধের দৃশ্য আছে, রেসলিং আছে।’

এ সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ১৮ কেজি ওজন কমিয়েছেন কার্তিক। ফল, ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর পোস্টার মুক্তির পর তাঁকে আর চেনাই যাচ্ছিল না। এ প্রসঙ্গে চলচ্চিত্রবিষয়ক ভারতীয় গণমাধ্যম ফিল্ম কম্পানিয়নকে তিনি বলেন, ‘দুই বছরের প্রস্তুতি আমার জন্য খুব কঠিন ছিল। আমি এমনিতেই খুব কম ঘুমাই। কিন্তু চরিত্রটি হয়ে উঠতে প্রতিদিন আমার পর্যাপ্ত ঘুম বাধ্যতামূলক ছিল। এ ছাড়া নির্দিষ্ট একটা ডায়েট অনুসরণ করতে হয়েছে। এমন সব খাবার খেয়েছি, যা খুবই বিস্বাদ; আগে কখনো এসব খাইনি।’