আশিতে অমিতাভ, তাই টিকিটের দামও ৮০
বয়সকে ফুঁ দিয়ে উড়িয়ে তিনি আজ পা দিলেন ৮০–তে৷ তিনি ‘বিগ বি’, বলিউডের ‘শাহেনশাহ’। সত্তরের দশকের ‘অ্যাংরি ইয়াং ম্যান’। তাঁর ভরাট কণ্ঠ ও অভিনয়-জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। জন্মদিনের সুন্দর দিনটিতে ভেসে যাচ্ছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের ভালোবাসা আর শ্রদ্ধায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিগ বিকে নানা রকম ছবি আর স্ট্যাটাস উৎসর্গ করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর অনুসারীরা।
বিশেষ দিনটি উদ্যাপনের অংশ হিসেবে আজ মুম্বাইয়ে অমিতাভ অভিনীত সর্বশেষ ছবি ‘গুডবাই’ সিনেমার প্রতিটি টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ৮০ রুপি। সেখানে মাত্র ৮০ রুপিতে বড় পর্দায় এ ছবি দেখা যাবে। তার ৮০তম জন্মদিনের উপহার হিসেবে ৮০ রুপিতে টিকিট বিক্রির অভিনব পদক্ষেপ নিয়েছেন প্রযোজক অমিতাভের স্নেহের মানুষ একতা কাপুর, যাঁকে এ ছবির ট্রেলার মুক্তির দিন কাঁদতে দেখা গেছে। অমিতাভের চোখের সামনে বড় হয়েছেন এই তারকাকন্যা।
বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ভারতের সিঙ্গেল স্ক্রিনেও থাকছে এই সুবিধা। ৭ অক্টোবর মুক্তির দিন সারা ভারতের সিনেমা হলে এর টিকিট বিক্রি হয়েছে ১৫০ রুপি করে।
‘গুডবাই’ সিনেমার গল্প মধ্যবিত্ত পরিবারের এক বৃদ্ধকে কেন্দ্র করে, যার স্ত্রী হঠাৎ মারা যায়। এরপর তিনি কীভাবে সন্তানদের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে সেতুবন্ধ করেন, তা নিয়েই কাহিনি এগিয়ে যায়। এতে তুলে ধরা হয়েছে আত্ম-আবিষ্কার, পরিবারের গুরুত্ব ও যেকোনো পরিস্থিতিতে জীবনকে উদ্যাপনের বক্তব্য। ছবিতে আরও দেখা গেছে রাশমিকা মান্দানা, নীনা গুপ্তা, সুনীল গ্রোভার, আশীষ বিদ্যার্থী, ইলি আভরাম, পাভেইল গুলাটি, সাহিল মেহতা ও শিবিন নারাঙকে।
‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলো রাশমিকা মান্দানার। তাঁকে দেখা গেছে তারা চরিত্রে। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে পারার ঘটনা এখনো নিজের কাছে বিশ্বাস হচ্ছে না তাঁর! মুম্বাইয়ের জুহুতে আয়োজিত ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানের দিন তিনি বলেন, ‘অমিতাভ স্যারের সঙ্গে কাজ করা, তাঁর সঙ্গে কথা বলা, একই মঞ্চ ভাগ করতে পারা, একই বিষয় নিয়ে কথা বলা, তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগ পাওয়া—সবই যেন স্বপ্নের মতো। স্যারের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। এটি পরম একটি সম্মান এবং এ অভিজ্ঞতা আমার কাছে চিরকাল বিশেষ হয়ে থাকবে।’
শুধু ‘গুডবাই’ নয়, অমিতাভের জন্মদিনের চমক আরও আছে। জন্মদিনে অমিতাভের স্মরণীয় কাজকে উদ্যাপন করতে চার দিনের ‘বচ্চন ব্যাক টু দ্য বিগেনিং’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। ভারতের মুম্বাই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, কানপুর, ইনদোর, সুরাত, বারোদা, রায়পুর, কোলাহপুর, প্রয়াগরাজসহ ১৭টি শহরে পিভিআর সিনেমাসের ২২টি শাখায় ৮ অক্টোবর থেকে এটি আয়োজন করেছে অলাভজনক প্রতিষ্ঠান ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন। এর মাধ্যমে বড় পর্দায় তাঁর কালজয়ী সিনেমা দেখার সুবর্ণ সুযোগ পাচ্ছে নতুন প্রজন্ম।
৮, ৯ ও ১০ অক্টোবর টিকিট বিক্রি হয়েছে ১৫০ রুপি করে। তবে আজ জন্মদিনে উৎসবের টিকিট মিলবে ৮০ রুপিতে। উৎসবে বড় পর্দায় দেখানো হচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’, ‘কালা পাথর’, ‘কালিয়া’, ‘কাভি কাভি’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘দিওয়ার’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘নমক হালাল’, ‘সত্তে পে সত্তা’ ও ‘মিলি’। উৎসব প্রসঙ্গে অমিতাভ বচ্চন বলেন, ‘কখনো ভাবিনি এমন দিন আসবে, যখন আমার ক্যারিয়ারের শুরুর দিকের এসব সিনেমা বড় পর্দায় ফিরে আসবে। এটি দারুণ এক উদ্যোগ। কারণ, এর মাধ্যমে আমার সেই সময়ের পরিচালক, সহশিল্পী ও টেকনিশিয়ানদের কাজও দেখা যাচ্ছে, যারা না থাকলে এসব সিনেমা হতো না। এটি এমন একটি যুগ ফিরিয়ে এনেছে, যা হারিয়ে গেছে, কিন্তু মানুষ ভুলে যায়নি।’
আয়োজক প্রতিষ্ঠান পিভিআর লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অজয় বিজলি উল্লেখ করেন, ভারতে এ ধরনের উৎসব এটাই প্রথম। তাঁর কথায়, ফোন কিংবা ল্যাপটপ নয়, বড় পর্দায় বচ্চন সাহেবের স্মরণীয় চরিত্রগুলো দেখার দারুণ সুযোগ মিলছে উৎসবে। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিবেন্দ্র সিং দুঙ্গারপুর বলেন, ‘অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের প্রথম দিককার সেরা সিনেমাগুলোকে একত্র করা ছিল বিশাল একটি কাজ। এসব সিনেমা তাঁকে সুপারস্টার বানিয়েছে। এগুলো মুক্তির সময় দর্শকেরা যেভাবে দেখেছেন, অর্থাৎ বড় পর্দাতেই আবার প্রদর্শন করা বড় ঘটনাই বলব।’
উৎসবটি উপলক্ষে মুম্বাইয়ের পিভিআর জুহুতে অমিতাভের সত্তর ও আশির দশকে তোলা দুর্লভ ছবি, ফুটেজ ও পোস্টার নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে যেন ফিরে এসেছে সোনালি দিন। এতে ‘শাহেনশাহ’ সিনেমায় তাঁর পরা জ্যাকেট প্রদর্শন করা হচ্ছে। স্মৃতিস্মারকের মধ্যে আরও অন্তর্ভুক্ত রয়েছে বিরল এলপি রেকর্ড জ্যাকেট, লবি কার্ড ও শুটিংয়ের স্থিরচিত্র। এগুলো ইন্টারনেটে পাওয়া যায় না। ‘দিওয়ার’ সিনেমায় অমিতাভের শার্ট পরার একটি কাটআউট রাখা হয়েছে গ্যালারিতে।
উত্তর প্রদেশের এলাহাবাদের অমিতাভ বচ্চনের জন্ম। তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তাঁর মা তেজি বচ্চন ফয়সালাবাদের (এখন পাকিস্তানে) এক শিখ-পাঞ্জাবি। ভারতের স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় শব্দ ‘ইনকিলাব জিন্দাবাদের’ অনুপ্রেরণায় বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকিলাব। পরে তাঁর নাম বদলে রাখা হয় অমিতাভ। বচ্চন অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তান শ্বেতা নন্দা ও অভিষেক বচ্চন।