ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী মনে করেন, ‘জীবন একটি প্রেমের গল্প’

ভারতের মঞ্চ দিয়ে ক্যারিয়ার শুরু। পরে টেলিভিশনে নাম লেখান। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান সিনেমায় অভিনয় করে। সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের ভালোবাসা পাওয়া এই অভিনেত্রীর নাম কিরণ খের। তিনি দীর্ঘ ক্যারিয়ারে ‘সর্দারি বেগম’ ও ‘বাড়িওয়ালি’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ এই অভিনেত্রীর জন্মদিন। তাকে নিয়ে রইল জানা–অজানা তথ্য।
১ / ৬
কিরণ খেরের জন্ম বেঙ্গালুরুতে। বেড়ে উঠেছেন চণ্ডীগড়ে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান থিয়েটারে পড়াশোনা করেছেন। পাঞ্জাবের অনেক টেলিভিশন নাটকেও তিনি অভিনয় করেছেন।
ইনস্টাগ্রাম
২ / ৬
তিনি ’৮০-এর দশকে চলচ্চিত্রে অভিনয় করার জন্য বলিউডে আসেন। একের পর এক তাঁকে চরিত্র পাওয়ার জন্য প্রযোজনা প্রতিষ্ঠানে ঘুরতে হয়। এভাবে ঘুরতে গিয়েই তাঁর অনুপম খেরের সঙ্গে পরিচয় হয়।
ইনস্টাগ্রাম
৩ / ৬
সেই সময়ে চলচ্চিত্রে তেমন ভালো চরিত্র না পেলেও মঞ্চে অভিনয় করেন। ‘চান্দপুরি কি চম্পাবাঈ’ নাটকে একত্রে অভিনয় করতে গিয়ে অনুপম খেরের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়। পরে অনুপম খেরের খ্যাতি বাড়তে থাকে। পরে বিয়ে করেন। উল্লেখ্য, তখন কিরণ আগের স্বামীকে ডিভোর্স দেন।
ইনস্টাগ্রাম
৪ / ৬
শ্যাম বেনেগালের ‘সর্দারি বেগম’ সিনেমা দিয়ে তাঁর ক্যারিয়ার ভিন্নমাত্রা পায়। এর পরে আর পেছনে তাকাতে হয়নি। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘দেবদাস’ সিনেমায় অভিনয় করে। প্রথম এই সিনেমায় অভিনয় করে পার্শ্বচরিত্র ফিল্ম ফেয়ার মনোনয়ন পান।
ইনস্টাগ্রাম
৫ / ৬
২০২১ সালে প্রথম জানা যায় এই অভিনেত্রী ক্যানসারে আক্রান্ত। তারপরও অভিনয় করেছেন। তবে সংখ্যায় কম। কিন্তু বর্তমানে অভিনয়ে অনিয়মিত। সর্বশেষ তাঁকে ‘ধীলন’স জ্যাকপট’ টেলিভিশন নাটকে দেখা গেছে।
ইনস্টাগ্রাম
৬ / ৬
বিয়ের পরে পরিবার ও সন্তানকে সময় দেওয়ার জন্য দীর্ঘদিন টানা কাজ করেননি। কিরণ খেরের বিখ্যাত উক্তি, ‘জীবন সফলতার গল্প নয়, এটি একটি প্রেমের গল্প।’
ইনস্টাগ্রাম