স্যাম হয়ে আসছেন ভিকি
নতুন সিনেমা ‘স্যাম বাহাদুর’-এর প্রচারে কলকাতায় এলেন বলিউড তারকা ভিকি কৌশল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার রয়েল বেঙ্গল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়ে যান, আগামী ১ ডিসেম্বর কলকাতাসহ সারা ভারতে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘স্যাম বাহাদুর’।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেওয়া ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশ।
তাঁর জীবন অবলম্বনে মেঘনা গুলজার বানিয়েছেন এই সিনেমা। ১৯১৪ সালের ৩ এপ্রিল স্যাম জন্মেছিলেন পাঞ্জাবের অমৃতসরের এক পার্সি পরিবারে।
এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করা ভিকি কৌশল গত বৃহস্পতিবার রাতে হাজির হয়েছিলেন কলকাতায়। গতকাল সকালে তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম, ইডেন গার্ডেন ময়দান পরিদর্শন করেন।
বিকেলে যোগ দেন কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে। ভিকি কৌশল জানিয়েছেন, স্যামের চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। নিজেকে চরিত্রের উপযোগী করে তুলতে অনেক সাধনা করতে হয়েছে। ছবিটির অধিকাংশ দৃশ্যের শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন স্থানে।
এদিনের সংবাদ সম্মেলনে ভিকি আরও বলেন, ‘আমি তো এখন কলকাতার প্রেমে পড়ে গেছি। আমার প্রিয় কলকাতার মিষ্টি দই। ছবিটি ভালো লাগলেই আমি ধন্য হব, শ্রম সার্থক হবে। প্রিয় কলকাতা আশা করি আমাকে বঞ্চিত করবে না।’
ছবির কাহিনি যৌথভাবে লিখেছেন ভবানী আয়ার, শান্তনু শ্রী বাস্তব ও মেঘনা গুলজার। ভিকি কৌশল ছাড়াও এতে অভিনয় করেছেন ফাতিমা সানা সেখ, সানিয়া মালহোত্রা, এডওয়ার্ড সন্নেনক্লিক, শাকিব আয়ুব, শাম্মি জোনাস প্রমুখ।