আইপিএলে যে ভূমিকায় দেখা যাবে এই নায়িকাকে

সাইয়ামি খের
ইনস্টাগ্রাম
আরও পড়ুন

ছোটবেলা থেকেই খেলাধুলা করতে ভালোবাসেন বলিউড নায়িকা সাইয়ামি খের। খেলাধুলার প্রতি এই প্রেম তাঁর সামনে এক নতুন দরজা খুলে দিয়েছে। এবারের আইপিএলে ক্রিকেট–বিশেষজ্ঞ হিসেবে তাঁকে দেখা যাবে।

সাইয়ামি নানা সময়ে নানান ভাবে খেলাধুলার প্রতি তাঁর ভালোবাসার কথা জাহির করেছেন। তাঁকে আগামী দিনে আর বাল্কির ‘ঘুমর’ ছবিতে প্যারা অ্যাথলেটের চরিত্রে দেখা যাবে। এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি যারপরনাই খুশি। তবে এবার আইপিএলে বিশেষ ভূমিকায় আসতে পেরে আরও রোমাঞ্চিত সাইয়ামি।

সাইয়ামি খের
ইনস্টাগ্রাম

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খেলাধুলা আমার জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। ক্রিকবাজ (ক্রিকেট–বিষয়ক অনলাইন গণমাধ্যম) পরিবারের সদস্য হতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আমার এক অদ্ভুত আসক্তি। ছোটবেলায় এমন কিছু খেলোয়াড়কে আমি নায়ক হিসেবে পূজা করতাম, তাঁরা এখন ক্রিকবাজের বিশেষজ্ঞ।’

নিজের ছবির প্রসঙ্গে সাইয়ামি বলেন, ‘মে মাসের শেষের দিকে আমি আমার আগামী ছবির কাজ শুরু করব। সবে আমি একটা ছবির কাজ শেষ করেছি, যাতে আমি পর্দায় ক্রিকেটারের ভূমিকায় আসতে চলেছি। এ ছাড়া আরও দুটি ছবির কাজ শেষ করেছি। তাই নতুন এই কাজের জন্য এর থেকে ভালো সময় আর হতে পারে না।’

ছোটবেলায় খেলোয়াড় হতে চেয়েছিলেন সাইয়ামি। তিনি পেশাদার ক্রিকেটার আর ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন।

সাইয়ামি খের
ইনস্টাগ্রাম

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সাইয়ামি জানিয়েছেন, ‘কলেজে যাওয়ার পর নাটক করতে শুরু করি। আর হঠাৎই অভিনয়ের প্রেমে পড়ে যাই। তবে ফিটনেস সব সময় আমার জীবনের সঙ্গে জড়িয়ে। রোজ ব্রাশ করার মতো শরীরচর্চা করা আমার অভ্যাস। ঘুম থেকে উঠে সোজা দৌড়াতে আর সাইকেল চালাতে যাই। কোনো দিন যদি শরীরচর্চা না করতে পারি, সেদিন আমার মেজাজ খিটখিটে থাকে।’

খেলা নিয়ে এই বলিউড নায়িকা আরও বলেছেন, ‘খেলাধুলা জীবনের সবচেয়ে বড় শিক্ষক। হার-জিত দুটিকেই সমানভাবে গ্রহণ করতে শেখায়। ব্যর্থতার পর কীভাবে আবার ঘুরে দাঁড়াতে হয়, তা স্পোর্টস শেখায়। সফলতাকে মাথায় না নেওয়া, আর ব্যর্থতাকে হৃদয়ে না নেওয়া, অর্থাৎ জীবনের মধ্যে সমতা বজায় রাখতে শেখায় খেলাধুলা।’